Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির চালিত খারুই ২ গ্রাম পঞ্চায়েতে মিনি ফুটবল প্রতিযোগিতা ,একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ভারতীয় জনতা পার্টি চালিত খারুই ২ গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা কে সামনে রেখে রবিবার পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি …



বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ভারতীয় জনতা পার্টি চালিত খারুই ২ গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা কে সামনে রেখে রবিবার পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে মিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এ ধরনের প্রয়াস।একদিকে খেলার মান উন্নয়ন অন্যদিকে একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয়েছে প্রথম দিনের কর্মসূচি থেকে। আগামী দিনে এই পঞ্চায়েতে যে গ্রাম সভার ডাক দেওয়া হয়েছে তার প্রথম কর্মসূচি এই মিনি ফুটবল প্রতিযোগিতা বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত। তিনি জানান এখানেই তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পার্থক্য, শহীদ মাতঙ্গিনী ব্লকে অন্যান্য গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সব গ্রাম সভার থেকে এই পঞ্চায়েতের যে গ্রাম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে তো পার্থক্য থাকবেই। প্রথম দিনে খেলাধুলার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হলেও চক্ষু পরীক্ষা থেকে শুরু করে আরো বেশ কয়েকটি কর্মসূচি আছে । আজকের এই মিনি ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খারুই ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী সাউ গুছাইত সহ গ্রাম পঞ্চায়েতের জয়ী জনপ্রতিনিধি সহ পঞ্চায়েতের আধিকারিক বৃন্দ।