সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম: ওরে হতভাগিকলমে: রঞ্জিত কুমার রায়তারিখ:১৪.১২.২০২৩
ওরে হতভাগী তোর তো কোন দোষ নেই, দোষ হচ্ছে বাবা-মার কেন জন্ম দিয়েছিলো এমন ভাবে যাকে দেখানো যাবে না সমাজে।
এমন মায়ের ঘরে জন্মের সাথে সাথে ফেলে দিতে হলো এ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম: ওরে হতভাগি
কলমে: রঞ্জিত কুমার রায়
তারিখ:১৪.১২.২০২৩
ওরে হতভাগী তোর তো কোন দোষ নেই, দোষ হচ্ছে বাবা-মার কেন জন্ম দিয়েছিলো এমন ভাবে যাকে দেখানো যাবে না সমাজে।
এমন মায়ের ঘরে জন্মের সাথে সাথে ফেলে দিতে হলো একটি তরতাজা প্রাণকে ময়লা ফেলার ভ্যাটে।হতভাগি কে মা না তার নিষ্পাপ ফুলের মতো শিশু।
এমন ঘটনা প্রায়ই শুনি প্রায়ই দেখি টিভি আর কাগজে ওখানে একটি মেয়েকে কেউ ফেলে রেখে চলে গেছে।
সত্যিই খুবই হৃদয়বিদারক ঘটনা যেই শিশু বলতে পারে না কিছু তাকে কেন এভাবে শাস্তি দেওয়া এভাবে ফেলে রেখে চলে যাওয়া।
ভাগ্যের দুয়ার যায় খুলে যদি পরে কোন ভালো মানুষের হাতে জীবনে অনেক বড় হতে পারে এরাই! আজকের শিশু কালকের ভবিষ্যৎ।
ঘৃণা করি এমন বাবা মাকে যারা এমন সন্তান জন্ম দিয়ে চলে যায় ফেলে এমন নিষ্পাপ শিশুকে রেখে যে পারেন না কিছু বলতে।
ঘৃণা করি তোমাদের এই কামনাকে নিজেদের আনন্দের সৃষ্টি এভাবে রেখে যাও ফেলে ভালো কি হবে তোমাদের কোন দিন কোন কালে।
থাকতে পারে অভাব অনটন কিন্তু একটা প্রাণকে কখনোই এমন ভাবে ফেলে দেওয়া মানবিকতার পরিচয় নয় এটা হলো অপরাধ।
সবাই হোন সচেতন কখনোই করবেন না এমন কিছু একটি সদ্যজাত শিশু রাস্তায় পড়ে আর বাবা কি করে পারে নিশ্চিন্তে রেখে চলে যেতে।
স্বত্ব সংরক্ষিত।