সৃষ্টি সাহিত্য যাপন ****************** জলচরিত্র """""""""""""""" ধ্রুবজ্যোতি ঘোষ
২৭ অগ্রহায়ণ,১৪৩০ ১৪.১২.২০২৩******************তুমি য…
সৃষ্টি সাহিত্য যাপন
******************
জলচরিত্র
""""""""""""""""
ধ্রুবজ্যোতি ঘোষ
২৭ অগ্রহায়ণ,১৪৩০
১৪.১২.২০২৩
******************
তুমি যখন জলের সঙ্গে ভাব করেছো
তোমার জলচরিত্র বোঝা দরকার।
ভেবো না চোখ যতটা জলের সরলরেখা দেখাচ্ছে
ততটাই সরল তার শরীর,মন।
সতর্ক থাকো তার অজানা বিভঙ্গের জন্যে,
প্রস্তুত থাকো
যে কোন অকল্পনীয় বাঁকের জন্যে।
তার মানচিত্রের প্রস্তুতকারক সে নিজেই...
কোন রাজনীতির ধার ধারে না
কোন কূটনীতির পরোয়া করে না
কোন সমাজনীতি তাকে ভয় দেখাতে পারে না
কোথায় কখন সে ভাঙনের ডাইনামাইট দাগবে
কেউ জানে না;
সে কখন বৃষ্টির দামাল সোহাগকে কোলছাড়া করবে
বৃষ্টিও জানেনা;
সে কখন নৌকাডুবির ইয়ার্কি মারবে
দুঁদে মাঝিও জানে না।
তাই তোমার সাবধানতা জরুরি;
জল নিয়ে খেলা নয়..
জলচরিত্র অবশ্যপাঠ্যদের তালিকায় থাকা উচিৎ।
*******************