Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   থাকব এ বিশ্বাসে কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১৩ , ১২ , ২০২৩
দিনের আলোর মত স্পষ্ট আছে মনে  ,লেখা আছে কথা সব এ আঁধারের গায় ;ঝমঝমিয়ে ভীষণ বৃষ্টি নেমেছিল ,এমনি সে এক আকাশভাঙা শ্রাবণ-সন্ধ্যায় ।
দ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   থাকব এ বিশ্বাসে 

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১৩ , ১২ , ২০২৩


দিনের আলোর মত স্পষ্ট আছে মনে  ,

লেখা আছে কথা সব এ আঁধারের গায় ;

ঝমঝমিয়ে ভীষণ বৃষ্টি নেমেছিল ,

এমনি সে এক আকাশভাঙা শ্রাবণ-সন্ধ্যায় ।


দূর থেকে চোখ বুজে দেখে গেছি আমি 

আকাশ-ছাওয়া আলোকিত সামিয়ানা ;

শুনে গেছি চুপ এমনই দু'কান পেতে ,

বেজেছিল সে রাতে সানাই একটানা ।


মেঘে মেঘে মাদল বাজে ঘন ঘন ,

বিজলি হানে তেমনি ঘন আঁধার চিড়ে ;

পৃথিবীর সব আলো হাসি দেখি তখন

নেচেছিল একা শুধু তোমায় ঘিরে ।


ভিড়ের মাঝে একা তুমি ভীষণ অস্থির ,

তবু করার ছিল না কো কিছু কারও ;

জানি ঝড়টা সে দুঃসহ কতখানি ,

চেয়েছি খুব , তুমিও পাষাণ হও আরও ।


সেই রাত তোমারও কাটেনি ভাল জানি ,

ঠিক কতবার জানি না কেঁপেছিল ঠোঁট ;

সজল মেঘে ঢেকেছিল জানি নিশ্চয় 

তোমার তেমন মায়ামাখা দীঘল দুই চোখ ।


তুমি ছাড়া জানে না এ কথা আর কেউ 

আমার হারটা নিশ্চিত সইতে পারব আমি ;

একা তুমি শুধু জানো ভাল করে

আমি নিশ্চুপ পুড়তে পারি কতখানি ।


আমি আছি , আমি থাকব এ বিশ্বাসে ,

দূরটা চিরদিন থাকবে সে বহু দূরে ;

তুমি আমি থাকব নিশ্চিত কাছাকাছি ,

দু'টি বীণা বাজবে এমনই এক সুরে ।

----------------------------------------------------------