Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃ তোমার অসুখ এখন।লেখায়: সৈকত সামন্ত।তারিখ: ১৩/১২/২০২৩তোমার ঠোঁট থেকে ঝরতে চাইছিলোভালোবাসার রস।বলেছিলে তুমি দুঃখী ব্যথাতুরাস্বামীর বশ।ইচ্ছা জেগেছিল সব ভাঙ্গারনা পারায় তুমি অবশ।ব্যর্থ জোড়াতালি জীবন তোমা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃ তোমার অসুখ এখন।

লেখায়: সৈকত সামন্ত।

তারিখ: ১৩/১২/২০২৩

তোমার ঠোঁট থেকে ঝরতে চাইছিলো

ভালোবাসার রস।

বলেছিলে তুমি দুঃখী ব্যথাতুরা

স্বামীর বশ।

ইচ্ছা জেগেছিল সব ভাঙ্গার

না পারায় তুমি অবশ।

ব্যর্থ জোড়াতালি জীবন তোমার

মেটেনি চাওয়া পাওয়ার রেশ।

শুধুই চাকুমচুকুম স্বাদ বড় বিস্বাদ

তবু নিজেকে নিয়ন্ত্রন বেশ।

হৃদয়ে রক্তক্ষরণ তবু খেলায় মগ্ন

তুমি তো আগের মতই নগ্ন।

বুকে বুক শুধু হৃদয়ে হৃদয় নেই

মনে তবু অনেক স্বপ্ন।

সম্পর্কে চিড় যন্ত্রণার মিলন

ভবিষ্যৎ টুকরো মুহূর্তগুলো ভগ্ন।

কাকে জড়িয়ে কার ভাবনা মনে

চোখ বন্ধ করে দেখো কার ছবি।

এক বোধ খেলা করে অবলা জীবনে

পরাজিত নও তুমি ভেঙ্গে ফেলো সবই।

চোখের নিমেষে ফলে তিক্ততার ফল

ঘৃণা জমে অবয়বে।

প্রেম ধর্ষিত হয় অনভিপ্রেত অভিমানে

তোমার অসুখ এখন কাঁদে আদরাভাবে।