Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১১ বছরে পড়ল মেদিনীপুরের সিমবায়োসিস

শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩) মেদিনীপুর শহরের সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার পালন করল তাদের বর্ষপূর্তির মিলন-উৎসব। ১১ তম বর্ষে পড়লো এই প্রতিষ্ঠান।  উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, কবি-লেখক, সাংবাদিক প্রমুখ। 
জেলা ছাড়িয়ে এখন …



শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩) মেদিনীপুর শহরের সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার পালন করল তাদের বর্ষপূর্তির মিলন-উৎসব। ১১ তম বর্ষে পড়লো এই প্রতিষ্ঠান।  উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, কবি-লেখক, সাংবাদিক প্রমুখ। 


জেলা ছাড়িয়ে এখন সারা রাজ্যে সুনাম অর্জন করছে সিমবায়োসিস। একই সঙ্গে মা ও শিশুর চিকিৎসার পাশাপাশি বন্ধ্যাত্বের নানা জটিল চিকিৎসা পরিষেবায় উপকৃত হচ্ছেন মানুষজন।



সন্তানসম্ভবা মায়েদের জন্য যেমন আছে মেডিক্যাল চেকআপ, হাইরিস্ক প্রেগন্যান্সির চিকিৎসা তেমনি শিশুদের জন্য রয়েছে ওয়েল বেবি ক্লিনিক, ভ্যাক্সিন ক্লিনিক, নবজাত শিশুর নানা জটিল সমস্যার চিকিৎসা।


সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টার হলো প্রথম সেন্টার যেখানে অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রথম আইভিএফ শুরু করা হয় সফল ভাবে। ২০১২ সালের ২২ ডিসেম্বর শুভ সূচনা হয়। সেই থেকে আজ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ১১ বছর চলছে এই পরিষেবা। স্বনামধন্য দুই চিকিৎসক তথা ডাঃ কাঞ্চনকুমার ধাড়া ও ডাঃ সন্ধ্যা মণ্ডলের নিরলস প্রচেষ্টা ও সিমবায়োসিস ফার্টিলিটি সেন্টারের সমস্ত কর্মীদের সক্রিয়তায় এই বিশাল কর্মকাণ্ড সম্ভব হচ্ছে।



অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের উপস্বাস্থ্য অধিকর্তা ডাঃ রবীন্দ্রনাথ প্রধান, ডাঃ সন্ধ্যা মণ্ডল ডাঃ কাঞ্চন কুমার ধাড়া, কবি ঋত্বিক ত্রিপাঠী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাকেশ দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক, ডাঃ অঞ্জু মেহতা ঘোষ, আইনজীবী মোহন পুততুণ্ডু প্রমুখ।