Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে অনুষ্ঠিত হল ৫৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে(উচ্চ মাধ্যমিক)  দু'দিন ধরে  মহাসমারোহে পালিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার এলাকায় ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে। ক্রীড়া প্রতিযোগ…



পশ্চিম মেদিনীপুর জেলার হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে(উচ্চ মাধ্যমিক)  দু'দিন ধরে  মহাসমারোহে পালিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 মঙ্গলবার এলাকায় ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে। ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার। ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে শৃঙ্খলা বজায় রাখার শপথ গ্রহণ করান বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা বন্দনা দাস। মোট ২০ টি ইভেন্টে ১৫৭ জন ছাত্রছাত্রী অংশ নেয়। লং জাম্প, দৌড়, গুলি চামচ, অংক দৌড়, স্কিপিং, লৌহ বল নিক্ষেপ,  যেমন খুশি সাজো ইত্যাদি।  

ছেলেদের সাবজুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় সৌমেন মুর্মু(ষষ্ঠ)। ছেলেদের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় সোমনাথ দাস(অষ্টম)। মেয়েদের জুনিয়র বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন পূজা দাস( অষ্টম) ও সালমা খাতুন(অষ্টম)। মেয়েদের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন সুজাতা রায় (নবম)।বুধবার খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, স্কুলের সভাপতি তথা আইনজীবী অশোক পালধি, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, "হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে আমাদের মাঝেমধ্যেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এতে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা কমবে, আশা করি।"