বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের হীরাপুর বাহারপোতা যুবক সংঘ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার, রক্তদান শিবিরের আয়োজন করে বৃহস্পতিবার ।অনুষ্ঠানকে সামনে রেখে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুকুমার …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের হীরাপুর বাহারপোতা যুবক সংঘ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার, রক্তদান শিবিরের আয়োজন করে বৃহস্পতিবার ।অনুষ্ঠানকে সামনে রেখে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুকুমার মাইতি, অনিল সামন্ত, ডাক্তার বিভাস মন্ডল ,প্রশান্ত সামন্ত, ক্লাব-সম্পাদক মোহন মাইতি। অনুষ্ঠানে পুরোহিত্য করেন গোপাল জানা। সঞ্চালনার দায়িত্ব নেন অচিন্ত্য রায়। চক্ষুদান ও রক্তদানে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।