বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল বাম আমলে, বর্তমান রাজ্য সরকার তীব্র বিরোধিতা করার পর পশ্চিমবাংলার বুকে আর শিল্প হবে কিনা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে বলে জানালেন ই আই ট…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল বাম আমলে, বর্তমান রাজ্য সরকার তীব্র বিরোধিতা করার পর পশ্চিমবাংলার বুকে আর শিল্প হবে কিনা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই দেখা দিয়েছে বলে জানালেন ই আই টি ইউসির সর্বভারতীয় সম্পাদক অমর জিৎ কাউর। শুক্রবার বিকেলে জেলার সদর তমলুকে এ আই টি ইউ সির পশ্চিমবঙ্গ কমিটির রাজ্য সম্মেলনে এসে তিনি জানান হাজার হাজার টাকা রাজকোষ থেকে নিয়ে নিত্য বছর এই বঙ্গে যে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয় তা এক প্রকার ধোঁকা ছাড়া কিছু নয়। পশ্চিমবাংলার বুকে হাজার হাজার কোটি টাকার লগ্নী করবে শিল্পপতিরা বিষয়টা নিয়ে চিন্তা-ভাবনা না করাই ভালো । মানুষ পশ্চিমবাংলার শিল্প বিষয়ক আর্থসামাজিক বিষয়টা অনুধাবন করতে পেরেছে। অমরজিৎ বাবু শিল্পের পাশাপাশি শিক্ষাব্যবস্থা কেও এক হাত নেন। সীমাহীন দুর্নীতি শিক্ষাব্যবস্থায় আর্থিক তরুচ্ছপ যেভাবে তৈরি করেছে বর্তমান সরকার তা ভারতবর্ষের মধ্যে নজির। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিল্পনীতি, শ্রমিকদের স্বার্থরক্ষা, শ্রমিক ছাঁটাই, বেকারত্ব বর্তমান ইস্যু নিয়ে সমালোচনা করেন প্রকাশ্য সভায়। উপস্থিত ছিলেন ব্যাংক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাজেন নাগর, স্বপন ব্যানার্জি, বিপ্লব ভট্ট, নবেন্দু ঘড়া সহ কেন্দ্রীয় রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব।