Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো নবম শ্রেণীর ছাত্রী অর্চিস্মিতা কালী

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের বাসিন্দা তথা খড়্গপুরের সেন্ট এ্যাগনেস স্কুলের নবম শ্রেণির ছাত্রী অর্চিস্মিতা কালী। অর্চিস্মিতা ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই…



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর শহরের বাসিন্দা তথা খড়্গপুরের সেন্ট এ্যাগনেস স্কুলের নবম শ্রেণির ছাত্রী অর্চিস্মিতা কালী। অর্চিস্মিতা ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন "মদত" ট্রাস্টের মাধ্যমে এই কাজটি করলো।গাইড লাইন মেনে নিজের চুল কেটে বাবা পূর্ণেন্দু কালীর সহযোগিতায় সেটাকে কুরিয়ার করে পাঠিয়ে দিল মদত ট্রাস্টের কাছে। যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যার তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়।অর্চিস্মিতা এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের বারো ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালো মদত ট্রাস্টে। অর্চিস্মিতা তার একক অভিভাবক পিতা পূর্ণেন্দু কালী,ঠাকুর্দা অর্ধেন্দু শেখর কালী ও ঠাকুমা যুথিকা কালীর সাথে নিজেদের পাহাড়ীপুরের বাড়িতে থাকে।অর্চিস্মিতা ছবি আঁকতে,গল্প লিখতে,যোগব্যায়ম করতে ভালোবাসে।পশু-পক্ষীরদের দারুন ভালোবাসে অর্চিস্মিতা। অর্চিস্মিতা জানাল,ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে সে খুশি ও গর্বিত। আগামী দিনেও সে এভাবেই নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে চায়। পাশাপাশি সে অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অর্চিস্মিতাকে এই কাজ করার জন্য বিশেষ ভাবে অনুপ্রাণিত হয়েছে তার সমাজকর্মী দাদু-ঠাকুমা ও বাবার কাছ থেকে।এই কাজে তাকে বিশেষ ভাবে উৎসাহিত করেছেন তার বাবা পূর্ণেন্দু কালী এবং এই কাজে সহযোগিতা করেছেন  মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য, সমাজকর্মী , শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অর্চিস্মিতার ঠাকুর্দা একসময় নিয়মিত রক্তদান করতেন এবং বন্যাত্রানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক পেয়েছিলেন।অর্চিস্মিতার বাবাও একজন নিয়মিত রক্তদাতা। বাড়ির মেয়ের এহেন কাজে খুশি অর্চিস্মিতার  বাবা পূর্ণেন্দু কালী,ঠাকুর্দা অর্ধেন্দু শেখর কালী,ঠাকুমা যুথিকা কালী সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।