Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উদ্বোধন হলো ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

দেবাঞ্জন দাস; ১৮ জানুয়ারি: বৃহস্পতিবার ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অ্যালেক্স এলিস, সিএমজি, ভারতে ব্রিটিশ হাইকমিশন…


দেবাঞ্জন দাস; ১৮ জানুয়ারি: বৃহস্পতিবার ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 


উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন 

অ্যালেক্স এলিস, সিএমজি, ভারতে ব্রিটিশ হাইকমিশনার;  অ্যালিসন ব্যারেট, এমবিই, পরিচালক, ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া;  বাণী বসু, বিশিষ্ট লেখক;  মন্ত্রী ফিরাদ হাকিম ; মন্ত্রী সুজিত বোস; মন্ত্রী  ইন্দ্রনীল সেন; মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। 


এদিন বাণী বসুকে ডঃ রমা প্রসাদ গোয়েঙ্কা CESC সৃষ্টি সম্মান ২০২৪  পুরস্কারে সম্মানিত করা হলো। উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি নতুন বই প্রকাশ পেলো।  


প্রায় ২০টি দেশের অংশগ্রহণ থাকছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গুয়াতেমালা, কোস্টারিকা, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল ইত্যাদি। 


 মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদের ব্যস্ত সময়সূচীর মধ্যে বই পড়ার জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন।


পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব  চ্যাটার্জি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি উত্সর্গীকৃত স্থান দেওয়ার জন্য অনুরোধ করেছেন যেখানে তারা জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের জন্য বই সংরক্ষণাগার, লাইব্রেরি এবং গেস্ট হাউস রাখতে পারে।


উল্লেখ্য,  এবারের বইমেলায় লিটিল ম্যাগাজিন, ছোট বড় সমস্ত প্রকাশনা সংস্থা সহ সব মিলিয়ে এক হাজারটি মতন স্টল থাকছে। সিনিয়র সিটিজেন দিবস ” চিরতরুণ” উদযাপন হবে ২৪ শে জানুয়ারি। বইমেলার ভেতরে ঢোকা এবং বেরানোর জন্য মোট নটি গেট থাকবে। তার মধ্যে একটি গেট হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজের আদলে। সিইএসসির সাহায্যে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরী

হয়েছে। এবারের বইমেলায় সরাসরি ও যৌথভাবে অংশগ্রহণ করছে প্রায় কুড়িটি দেশ। থাকছে লটারির ব্যবস্থা, যেখানে প্রতিদিন ১৫ জন ভাগ্যবান বিজেতা পাবেন মেলা থেকে বই কেনার জন্য প্রত্যেকে এক হাজার টাকার অর্থাৎ সব মিলিয়ে ১৫ হাজার টাকার বুক গিফট কুপন। মেলায় থাকছে কিউআর কোড, যা স্ক্যান করার মাধ্যমে খুব সহজেই মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন। 

বই কিনুন লাইব্রেরী জিতুন! থাকবে বই বাম্পার লটারি, বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন ২৫ হাজার টাকার বুক গিফট কুপন।

পরিবহন দপ্তরের পক্ষ থেকে থাকছে অতিরিক্ত বাসের ব্যবস্থা।

কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৪।