Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই মেদিনীপুরে জুড়ে চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন

অরুণ কুমার সাউ,  তমলুক: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোসাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চিকিৎসক দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন দুই মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের ডাক্তা…


অরুণ কুমার সাউ,  তমলুক: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে  মেদিনীপুর কুইজ কেন্দ্র সোসাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চিকিৎসক দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন দুই মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের ডাক্তারবাবুদের সম্মান জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: বিভাস রায়, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্য শংকর ষড়ঙ্গী, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল  ডা: এস মল্লিককে এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের মেডিক্যাল অফিসার ডা: সুমন হালদারকে সংস্থার পক্ষ থেকে চিকিৎসক দিবসে সম্মান জানালো হয়।

এছাড়াও হলদিয়া মহকুমা হাসপাতালের  সুপার ডা: সুভাষ মাহাতো ও ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা : অর্ণব মুনিয়ান, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি সুপার ডা: চঞ্চল গায়েন, খড়গপুর মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: অমৃত মন্ডল, কাঁথির প্রখ্যাত শিশু চিকিৎসক ডঃ বিধানচন্দ্র ভূঁইয়াকে সংবর্ধিত করা হল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে।

সকল ডাক্তার বাবুদের উত্তরীয়, গাছের চারা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গৌতম নন্দ  বলেন, ডাক্তারবাবুরা আমাদের সুস্থ রাখেন, আজকে চিকিৎসক দিবসে ডাক্তারবাবুদের আমরা সংবর্ধনা জানাতে পেরে আমরা বেশ আনন্দিত।