বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটঅযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সন্ধ্যায় অকাল দীপাবলিতে মাতল মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের সঙ্গে শঙ্খ ধ্বনিতে মেতে উঠতে দেখা গেল সোমবার…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সন্ধ্যায় অকাল দীপাবলিতে মাতল মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের সঙ্গে শঙ্খ ধ্বনিতে মেতে উঠতে দেখা গেল সোমবার সন্ধ্যায়। কোলাঘাট ব্লকের কিসমত খয়রাতে ৫০০ টি প্রদীপ সাজিয়ে জয় শ্রীরাম লেখাতে আগুন ধরিয়ে উদ্বোধন করলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবব্রত পট্টনায়েক। এছাড়া বাড়িতে বাড়িতে আলোক সজ্জার মাধ্যমে রামের আবির্ভাবের নানার দিক তুলে ধরা ও হয়েছে। কেবল কোলাঘাট নয় তমলুক সাংগঠনিক জেলার বিভিন্ন স্থানে সন্ধ্যাকালীন সময়ের যে উদ্দীপনা আর একবার সামনে এল ।