Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি নিয়ে নাগরিক মঞ্চ জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবি নিয়ে শুক্রবার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে একটি স্মা…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবি নিয়ে শুক্রবার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি তুলে দিল। উল্লেখ করা যায় ইদানিংকালে কোলাঘাট ব্লকের জাতীয় সড়কে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কোলাঘাটের এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গুলিতে জাতীয় সড়কের ধারে খুন হন। পুলিশ ইতিমধ্যে শেখ ইশা হক ও শেখ রাজু নামে দুই দুষ্কৃতিকে আটক করেছে বাকিরা এখনো অধরা ,তাদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।  জাতীয় সড়কের ধারে স্ট্রীট লাইটের ব্যবস্থা করার জন্য স্মারকলিপিতে বলা হয়েছে। জেলাশাসকের পক্ষে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত রায় ও পুলিশ সুপারের পক্ষে ডিআইবি আনন্দময় চট্টোপাধ্যায় ওআরটিও সজল অধিকারী ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করে বলে জানান ডেপুটেশনে নেতৃত্ব দেওয়া নারায়ণ চন্দ্র নায়েক।