Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জঙ্গল মহল উদ্যোগের বসন্ত উৎসব

সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার মেদিনীপুর শহরের নান্নুর চকে ঘরোয়া ভাবে বৈঠকী মেজাজে অনুষ্ঠিত হলো 'হলুদ বসন্ত উৎসব'। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার জেলা শাখার সম্…

 


সামাজিক সংগঠন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ব্যবস্থাপনায় মঙ্গলবার মেদিনীপুর শহরের নান্নুর চকে ঘরোয়া ভাবে বৈঠকী মেজাজে অনুষ্ঠিত হলো 'হলুদ বসন্ত উৎসব'। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার জেলা শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ,বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা ড.স্বপ্না ঘোড়ুই, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী,বিশিষ্ট চিকিৎসক ডাঃ আর এন মাইতি, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন,বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল,ছড়াকার বিদ্যুৎ পাল,দুই শিক্ষারত্ন পুরস্কার প্রাপক প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী ও স্বপন পৈড়া, শিক্ষাব্রতী ও গায়ক ড.সিদ্ধার্থ মিশ্র, বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা সাহা মিত্র,বুবুন সরকার, সঙ্গীতশিল্পী রথীন দাস, সুদীপ্তা দে, প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী, বাচিক শিল্পী নরোত্তম দে,আগমনী কর মিশ্র,জয়া মুখার্জি, মৃদুলা ভূঁইয়া,গবেষক ড.শান্তনু পান্ডা,পরিবেশ কর্মী শিক্ষক হেদায়তুর খান ,তবলচি পরেশ দাশ ও তাপস গুঁইন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে দোলযাত্রা তথা বসন্ত উৎসবের বিভিন্নদিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। সঙ্গীত,আবৃত্তি,নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন সংস্থার শিল্পীরা ও আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠান চলাকালীন আবীর খেলায় মেতে উঠেন উপস্থিত সকলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংস্থার সভাপতি ড.মধুপ দে।