Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট লোকাল ট্রেন পুনরায় চালু করার দাবি নিয়ে ডেপুটেশন

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটদক্ষিণ পূর্ব রেলওয়ে লোকাল ট্রেন পরিষেবা সহ বেশ কিছু সমস্যা নিয়ে কোলাঘাট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কোলাঘাট স্টেশন ম্যানেজারের সামনে শান্তিপূর্ণভাবে একটি ডেপুটেশন সংগঠিত করে এবং বিকেলে কোলাঘা…



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

দক্ষিণ পূর্ব রেলওয়ে লোকাল ট্রেন পরিষেবা সহ বেশ কিছু সমস্যা নিয়ে কোলাঘাট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন কোলাঘাট স্টেশন ম্যানেজারের সামনে শান্তিপূর্ণভাবে একটি ডেপুটেশন সংগঠিত করে এবং বিকেলে কোলাঘাটের ক্ষুদিরামূর্তির পাদদেশে একটি  সমাবেশের আয়োজন করে। দাবি রাখা হয় লোকাল  ট্রেনগুলি যাতে স্বাভাবিক অবস্থায় চলাচল করে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি রাখা হয় কোলাঘাট লোকাল ট্রেন চালু ছিল, তা বন্ধ পুনরায় চালু করা, স্টেশনে গেলপিন ট্রেনগুলিকে দাঁড় করিয়ে ফুল ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়ার বন্দোবস্ত, সহ আর বেশ কয়েকটি দাবি রাখা হয়। কোলাঘাট রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সামন্ত, সভাপতি অশোক দাস ছাড়া গোবিন্দ বন্দ্যোপাধ্যায়, বরুণ চৌধুরী, অরূপ মন্ডল ,গোপাল মাইতি, উত্তম মাইতি, বসন্ত মালাকার সহ অনেকেই যাত্রী সাধারণের কষ্ট এবং রেল পরিষেবার এই বিপর্যস্ত অবস্থা সবার সামনে তুলে ধরেন।