Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এরিথমেটিক জিনিয়াস কনটেস্টে সফল মেদিনীপুর ডিএভি স্কুলের সৌরিক সালুই

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......সিপ(SIP) এবাকাস অর্গানাইজেশনের পক্ষ থেকে গত ২০২৩ সালের জুলাই  মাস থেকে শুরু হয়  এরিথমেটিক জিনিয়াস   কনটেস্ট । চারটি ধাপে এই  কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুল লেভেল, দ্বিতীয় পর্যায়ে এরিয়া …


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......সিপ(SIP) এবাকাস অর্গানাইজেশনের পক্ষ থেকে গত ২০২৩ সালের জুলাই  মাস থেকে শুরু হয়  এরিথমেটিক জিনিয়াস   কনটেস্ট । চারটি ধাপে এই  কনটেস্টটি অনুষ্ঠিত হয়। প্রথমে স্কুল লেভেল, দ্বিতীয় পর্যায়ে এরিয়া লেভেল, তৃতীয় পর্যায়ে স্টেট  লেভেল  এবং শেষে ন্যাশনাল লেভেল পর্যায়ে এই কনটেস্টটি অনুষ্ঠিত হয়। । এই প্রতিযোগিতায় মোট  ২৩ টি রাজ্যের প্রায় ১৫০০ স্কুলের  ৫ লাখ ছাত্রছাত্রী  অংশ  গ্রহণ  করেন।পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী ডি এ ভি পাবলিক স্কুলের  দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরিক  সালুই এই  প্রতিযোগিতায় স্টেট  লেভেলে সেকেন্ড রানার আপ হয়ে গত ২৪ শে  জানুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত  ন্যাশনাল  লেভেলের  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানেই ২৫০  জন ছাত্র- ছাত্রীদের  মধ্যে  সৌরিক সেকেন্ড রানার আপ  হয়ে মেদিনীপুর শহর তথা গোটা রাজ্যের নাম  উজ্জ্বল  করেছে।

সৌরিক এই  সাফল্যে বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়াল ষসহ সকল  শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা  অত্যন্ত  খুশী। তাঁরা আগামীদিনে সৌরিকে আরো উন্নতি কামনা করেছেন। বুধবার বিদ্যালয়ে সিপ পক্ষ থেকে সিপের অধিকর্তারা এসে সৌরিককে পুরস্কৃত করেন এবং তার  আরও সাফল্য কামনা করেন ।