বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সম্প্রতি এক কর্মী সভায় বেশ কিছু মানুষজনদের অভাব অভিযোগ শুনেছিলেন প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বঞ্চিত মানুষজনদের …
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সম্প্রতি এক কর্মী সভায় বেশ কিছু মানুষজনদের অভাব অভিযোগ শুনেছিলেন প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বঞ্চিত মানুষজনদের পাশে থাকার বার্তা ও দিয়েছিলেন আবাস যোজনা থেকে বার্ধক্য ভাতা না পাওয়া মানুষদের। কোলাঘাটের পুলশিটা অঞ্চলের গোবর্ধনপুর গ্রামে শনিবার ১১টা নাগাদ বঞ্চিত মানুষদের সঙ্গে দেখা করলেন এবং যে বিষয়গুলি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সেই সমস্ত বিষয়গুলি স্বচক্ষে দেখে তিনি জানালেন দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার, এদের সুরাহার জন্য স্থানীয় পঞ্চায়েত স্তরে আন্দোলনের সাথী হতে হতে চান তিনি। মূলত এই এলাকার বেশ কিছু মানুষজনদের অভিযোগ ছিল স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথামতো তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার উদ্দেশ্যে পুরাতন বাড়ি ভেঙে ফেলেন। প্রায় দু বছর হতে গেল এখনো আবাস যোজনার বাড়ির টাকা একাউন্টে ঢুকেনি। ফলে বাড়ি ভেঙে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন গোবর্ধনপুর গ্রামের রেখা নায়েক ,মনোরঞ্জন মাজি, গনেশ লাগা মত মানুষজন। যারা দিনের পর দিন বঞ্চিত এদের সঙ্গে কথা বলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রার্থীর কাছে সরাসরি অভিযোগ করেন আশ্বাস দেওয়া হয়েছিল টাকা আসবে আবাস যোজনার বাড়ির কিন্তু এখনো পর্যন্ত এই টাকার কোন দেখা নেই। বার্ধক্য ভাতা নিয়ে অভিযোগ শুনেন মৃত্যুঞ্জয় নায়ক ,পঙ্কজ মন্ডল এর মত প্রবীণ নাগরিকদের। ওই নাগরিকদের অভিযোগ বারংবার দুয়ারে সরকারে আবেদন করেও এখনো পর্যন্ত ফল কিছু মেলেনি কবে মিলবে তার কোন দিশাও তারা দেখতে পাচ্ছে না। প্রবীণ নাগরিকদের কাতর আবেদন শুনে তিনি জানালেন এই সরকার আপাদমস্তক বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে প্রকৃত প্রাপকরা যে বঞ্চিত তা কার্যকরী করতে পারছে না। আপনারা পাশে থাকুন ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন অভাব অভিযোগ আগামী দিনের পঞ্চায়েস্তরে আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন এলাকার বঞ্চিত মানুষদের। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কোলাঘাট বিধানসভার কনভেনার দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, পুলশিটা অঞ্চলের গোবর্ধনপুর গ্রামের বিজেপি সদস্য গণেশ কান্ডার সহ স্থানীয় নেতৃত্ব। শনিবার বিকেলে ময়নার বেশ কয়েকটি কর্মসূচিতেও যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।