নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....তীব্র দাবদাহর হাত থেকে কিছুটা স্বস্তি দিতে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য লবণ, চিনি ও লেবু জলের ব্যবস্থা করলেন গড়বেতা-২ নং ব্লকের গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দ্বিতীয় …
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....তীব্র দাবদাহর হাত থেকে কিছুটা স্বস্তি দিতে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য লবণ, চিনি ও লেবু জলের ব্যবস্থা করলেন গড়বেতা-২ নং ব্লকের গোয়ালতোড় উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দ্বিতীয় পিরিয়ডের পর সকল ছাত্রী ও শিক্ষিকাদের জন্য লবণ, চিনি, লেবু জলের ব্যবস্থা করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন গোয়ালতাড় গার্লস উচ্চ বালিকা কর্তৃপক্ষ।রাজ্য সরকারের তরফে আগামী সোমবার থেকে তীব্র দাবদাহের জন্য গরমের ছুটি ঘোষণা করা হয়েছে তবুও যে কদিন বিদ্যালয় খোলা থাকবে সেইদিন গুলোতে ছাত্রীদের জন্য কখনো গ্লুকোজ কখনো ও আর এস এবং লবণ, চিনি ও লেবু জলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অন্তরা বসু জানা। তিনি বলেন এই তীব্র দাবদাহের হাত থেকে যদি সামান্য স্বস্তি পাওয়া যায় তাই এই ব্যবস্থাপনা। অন্যদিকে শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ে (উ:মা:) বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীসহ সকল শিক্ষক শিক্ষিকা তথা সকলের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ লবণ, চিনি ও লেবু জলের ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।দ্বিতীয় পিরিয়ডের পর সকলের হাতে লবন,চিনি ও লেবু মিশ্রিত জল তুলে দেওয়া হয়।পরবর্তী দুদিন গ্লুকোজ এবং ওআরএস দেবেন বলে ঠিক করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক সুভাষ জানার কথায়, 'ছাত্রছাত্রীরা বাড়ির বাইরে আমাদের বিদ্যালয়ে এসেছে পড়াশোনার জন্য, এই তীব্র গরমে তাদের একটু স্বস্তি দেওয়া চেষ্টা করা হচ্ছে সেই কারণে লবণ, চিনি ও লেবু জলের ব্যবস্থা করা'। বিদ্যালয় এর মধ্যাহ্নকালীন আহার পরীক্ষা নিরীক্ষা করার জন্য সদর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ মন্ডল এদিন বিদ্যালয়ে এসেছিলেন তিনি এবং তাঁর সহকর্মীরও লবণ,চিনি ও লেবু জল পান করেন এবং এহেন উদ্যোগের প্রশংসা করেন।