Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত সঙ্গীতশিল্পী শিল্পী সম্ভ্রম চক্রবর্তীর স্মৃতিতে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....দু'বছর আগে সবাইকে কাঁদিয়ে আকস্মিকভাবে  অকালে প্রয়াত হয়েছিলেন মেদিনীপুর জনপ্রিয় সঙ্গীতশিল্পী,নাট্যকর্মী, সমাজকর্মী সম্ভ্রম চক্রবর্তী ওরফে টিটো। সম্ভ্রমবাবুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তাঁর পরিব…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.....দু'বছর আগে সবাইকে কাঁদিয়ে আকস্মিকভাবে  অকালে প্রয়াত হয়েছিলেন মেদিনীপুর জনপ্রিয় সঙ্গীতশিল্পী,নাট্যকর্মী, সমাজকর্মী সম্ভ্রম চক্রবর্তী ওরফে টিটো। সম্ভ্রমবাবুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তাঁর পরিবার পরিজনেরা এবং বন্ধুবান্ধবর গড়ে তুলেছেন সম্ভ্রম চক্রবর্তী স্মৃতি রক্ষা কমিটি। সেই স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে টিটোবাবুদের পাড়া বক্সীবাজারে শনিবার সকালে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।

টিটোবাবুর স্মৃতিতে উৎসর্গীকৃত এবং গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটানোর লক্ষ্যে আয়োজিত এই শিবিরে ১৪ মহিলা ও বেশ কয়েকজন নতুন রক্তদাতা সহ মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।প্রয়াত সম্ভ্রমবাবুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। শিবিরে উপস্থিত সবাইকে স্মৃতি রক্ষা কমিটির পক্ষে সবাইকে স্বাগত জানান সম্পাদিকা শতাব্দী গোস্বামী চক্রবর্তী সভাপতি সম্রাট চক্রবর্তী, কোষাধক্ষ্য ঈশিতা চট্টোপাধ্যায় প্রমুখ।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব, বিশিষ্ট সমাজকর্মী তাপস সিনহা, সমাজকর্মী প্রদীপ দাস,রয়েল একাডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলাই,নাট্যব্যক্তিত্ব তথা সম্ভ্রম বাবুর পিতা প্রণব চক্রবর্তী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি,সঙ্গীতশিল্পী আলোক বরণ মাইতি,রথীন দাস, অর্পিতা সেন,নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, বাচিক শিল্পী অমিয় পাল,মোম চক্রবর্তী, পাঞ্চালি চক্রবর্তী ,শুভদীপ বসু, গৌরী প্রতিহার ,অসীম বসু,নাট্যকর্মী মাধবী পাল, সুদীপ্তা দে, তপন সেনগুপ্ত, আইনজীবী দেবীদাস মহাপাত্র,কুশল মিশ্র,নাট্যপ্রেমী সুব্রত রায়, সংস্কৃতিপ্রেমী লক্ষণ চন্দ্র ওঝা, সমাজকর্মী শিক্ষক সোমজিৎ মাইতি, সুদীপ কুমার খাঁড়া,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, মৃত্যুঞ্জয় সামন্ত,

বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ সাউ, সমাজকর্মী সুমন চ্যাটার্জী, নীলোৎপল চ্যাটার্জী, সাইকেলিস্ট নবনীতা মিশ্র,অভিনেতা সুশান্ত ঘোষ, সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী,, চিত্রশিল্পী অভিজিৎ দত্ত,আলোকচিত্রী প্রসূন দে,অধ্যপিকা মুনমুন মাইতি, সমাজকর্মী অরুণ প্রতিহার, নৃত্যশিল্পী শ্রাবণী দত, শাশ্বতী শাসমল, তপস্বিনী ভট্টাচার্য, শমীক সিনহা,রাজীব খান, তপস্বিনী ভট্টাচার্য,রিমা কর্মকার, রিয়া সেনগুপ্ত,লেখা দাস সহ মেদিনীপুরের সংস্কৃতি জগত ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশা, আশ্রয় এর মতো সংস্থা গুলি।


সমাজমাধ্যম সূত্রে  সম্ভ্রম বাবুর স্মৃতিতে রক্তদান শিবিরের খবর পেয়ে সমভ্রমবাবুকে ভালোবেসে রক্তদান করে যান খড়্গপুর রিলিজ ফাউন্ডেশনের সাত জন সদস্য।অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজকর্মী শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র।