🙏মহারাজা তোমারে সেলাম 🙏কলমে,,,, মিঠু ভট্টাচাৰ্য ( ওনার ছবি থেকে লেখাটি রচিত )অপরাজিত, পরশপাথর তুমি। 🙏মহানগরের জন অরণ্যে যে অভিযান তুমি করেছো তার কোনো সীমাবদ্ধ তা নেই। সোনার কেল্লার জয় বাবা ফেলুনাথ তুমিই। প্রফেসর শঙ্কু ও তুমি।স…
🙏মহারাজা তোমারে সেলাম 🙏
কলমে,,,, মিঠু ভট্টাচাৰ্য
( ওনার ছবি থেকে লেখাটি রচিত )
অপরাজিত, পরশপাথর তুমি। 🙏মহানগরের জন অরণ্যে যে অভিযান তুমি করেছো তার কোনো সীমাবদ্ধ তা নেই। সোনার কেল্লার জয় বাবা ফেলুনাথ তুমিই। প্রফেসর শঙ্কু ও তুমি।সেই বিশপ লেফ্রয় রোডের baritone, দীর্ঘ দেহী মানুষটি মানিকবাবু যার মগজাস্ত্রের শানে হীরক রাজার দেশে গিয়ে গুগাবাবা বলতে পারে, "মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যাই,,",,।❤️
তোমার কোনো গণশত্রু নেই , নেই কোনো প্রতিদ্বন্দ্বীর অশনি সংকেত।🙏
জলসাঘরের যে ঝাড়বাতি টা জ্বালিয়ে অপুর সংসারে দেবী কে করেছো প্রতিষ্ঠিত, সে অপু কাপুরুষ নয় সে মহাপুরুষ। 💞আসল শতরঞ্জ কা খিলাড়ি তুমিই। 💚
হে আগন্তুক,নায়ক,ঘরে বাইরে তোমার সৃষ্টির শাখা প্রশাখা আমাদের করেছে গর্বিত। 🙏
শ্রদ্ধায় অবনত হয় দেখে তোমার কর্মজীবনের পথের পাঁচালি। 🙏🙏🙏🙏🙏