Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ- কবিতাশিরোনাম-- অন্তহীন জিজ্ঞাসা কলমে-- পাপিয়া নন্দী 5/6/2024 তৃষ্ণাতাড়িত  মন খুঁজে ফেরে জীবনের উত্তর,স্থায়ী দুঃখের বাসভবনে---- খোলা জানলা দিয়ে যাওয়া-আসা করে, নাম না জানা এক অচিন পাখি!অন্তহীন জিজ্ঞ…


 সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ- কবিতা

শিরোনাম-- অন্তহীন জিজ্ঞাসা 

কলমে-- পাপিয়া নন্দী 

5/6/2024

 তৃষ্ণাতাড়িত  মন খুঁজে ফেরে জীবনের উত্তর,

স্থায়ী দুঃখের বাসভবনে----

 খোলা জানলা দিয়ে যাওয়া-আসা করে,

 নাম না জানা এক অচিন পাখি!

অন্তহীন জিজ্ঞাসায় কেটে যায়,

 সূর্যোদয় থেকে সূর্যাস্ত। 

এক এক করে পার হয়----

 পক্ষ, মাস, বছর।

স্থায়ী-অস্থায়ী কিছু স্মৃতিচিহ্ন বুকে নিয়ে,

 মন চেয়ে থাকে আকাশের নীলিমায়।

আক্ষেপ আর অভিযোগের স্তম্ভে, 

শৈশব, কৈশোর, 

কখনোবা যৌবনের আটচালায়---

শোক-দুঃখ-তাপে,

 নিকিয়ে নেওয়া উঠান জুড়ে---

খেলে বেড়ায় অন্তহীন জিজ্ঞাসা।

সেই জিজ্ঞাসায় চেয়ে থাকে,

 অন্তহীন দীঘল দুটি কালো চোখ---

যার মধ্যে লুকিয়ে আছে অজয় নদের বান!