সমাজ নেতা কলমে - বিন্দাস ভার্গব ৬ই জুন ২০২৪
নিজের নামে বড়াই করে ভোটের নামে হয় প্রচার,কাজের নামে কিছুই তো নেই পদের আসন টা দরকার।
ঘরের তথ্য বেচে দিলেতথ্যমন্ত্রী হওয়া যায়,কয়লা মন্ত্রী নাইবা হলে পেট্রোলিয়াম কে আটকায়?
ডাল,চাল আর …
সমাজ নেতা
কলমে - বিন্দাস ভার্গব
৬ই জুন ২০২৪
নিজের নামে বড়াই করে
ভোটের নামে হয় প্রচার,
কাজের নামে কিছুই তো নেই
পদের আসন টা দরকার।
ঘরের তথ্য বেচে দিলে
তথ্যমন্ত্রী হওয়া যায়,
কয়লা মন্ত্রী নাইবা হলে
পেট্রোলিয়াম কে আটকায়?
ডাল,চাল আর কথা বেচে
খাদ্যমন্ত্রী বেজায় সুখী,
নিজের গদি বাঁচাতে তাই
দল বদলের নিচ্ছে ঝুঁকি।
নেতাদের আজ নেইকো নীতি
বাকযুদ্ধে রহিম, রাম,
জনগণ আজ চুষছে আঁটি
নেতারাই খায় আসল আম।
অর্থনীতির জাঁতা কলে
মানুষ যখন হারিয়ে যায়,
মনের মধ্যে নেতার ঘরে
ঘুষের টাকাও পা বাড়ায়।
মানুষ গুলো বিকিয়ে গেছে
অযোগ্যদের দাপাদাপি ,
নেতা হওয়ার গদির লোভে
করছে এরা লাফালাফি |
এত কিছুর মধ্যে তবু
সত্য সেবী মানুষ আছে ,
তাদের গর্বে সমাজটা আজ
মাথা তুলে একটু বাঁচে ||