বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুকপূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকের গোশালায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের দিনটি পালন করতে দেখা গেল। সকাল …
বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকের গোশালায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের দিনটি পালন করতে দেখা গেল। সকাল ন'টা থেকে বেলা বারোটা পর্যন্ত এই যোগ দিবসে এলাকার সর্বস্থানের মানুষরা অংশ নিয়েছিল বলে জানিয়েছেন বিজেপি নেতা মদন মাইতি। প্রতিবছর এই গোশলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালন করতে দেখা যায় এলাকার মানুষদের। প্রতিবছরের ন্যায় আজও সকাল থেকেই ওই স্থানে অংশ নিতে আসা মানুষজনদের মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করা যায়। বেশ কয়েক ঘন্টা ধরে যোগাভ্যাসের নানা উপকারিতার দিকগুলি আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন প্রামানিক, কার্তিক নায়েক, রামগোপাল মিশ্র, গণেশ ভঞ্জ সহ এলাকার বিশিষ্টজনরা।