বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুকপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ফুল বাজারের হিমঘর দীর্ঘদিন বন্ধ। কৃষকদের আন্দোলন সংঘটিত হলেই প্রশাসনের আশ্বাস মেলে কিছুদিন পর আবার সেই আশ্বাস নিরাশায় পরিণত হয়। ফের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক …
বাবলু বন্দ্যোপাধ্যায় তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ফুল বাজারের হিমঘর দীর্ঘদিন বন্ধ। কৃষকদের আন্দোলন সংঘটিত হলেই প্রশাসনের আশ্বাস মেলে কিছুদিন পর আবার সেই আশ্বাস নিরাশায় পরিণত হয়। ফের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি বুধবার পরিদর্শন করলেন পাঁশকুড়ার হিমঘরটি। আশ্বাস দিলেন দ্রুত এই হিমঘরটি চালু করা হবে কৃষকদের স্বার্থে। জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দিব্যা মরুগেশান, পাঁশকুড়া ফুল বাজার সভাপতি তথা তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, জেলা উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিক অতনু গুপ্ত, সারা বাংলা ফুল চাষিও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক, সমিতির সভাপতি সহ-সভাপতি পৌরসভার চেয়ারম্যান প্রমূখ। জেলাশাসক তমলুক রেগুলেটর মার্কেট কমিটির আধিকারিক কে এস্টিমেট জমা দিতে বলেন। স্থানীয় যে সমস্যাগুলি রয়েছে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। লোকডাউনের সময় চুরি যাওয়া হিমঘরের মেশিনের যন্ত্রাংশ সাথে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে ধরতে পাঁশকুড়া থানার আধিকারিক কে নির্দেশ দেন। নারায়ণ চন্দ্র নায়ক বলেন ২০০১ সালে জেলার ফুল চাষীদের আন্দোলনের ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজারটি চালু করার জন্য ভিত্তিপ্রসাদ স্থাপন করেছিলেন দপ্তরের মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা। ২০০৪ সালে বাজারটি উদ্বোধন হয়। ২০১২ সালে ফের বাজারটি নব রূপে চালু করার উদ্যোগ নেওয়া হয় সেই সঙ্গে হিমঘর চালু হয়। তৃণমূলের শাসনকালে লকডাউনের সময় বাইরের দিকের যন্ত্রাংশ চুরি হয়ে যায়। পুনরায় আবার উদ্যোগ তবে এই উদ্যোগ কতখানি বাস্তবায়িত হবে সেটাই এখন পাঁশকুড়ার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা তাকিয়ে ।