Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে কোলাঘাট ব্লকের ভিডিওটা নিকল ডেপুটেশন

বাবলু বন্দোপাধ্যায়।  কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের মিড ডে মিল কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে প্রদান ,ওই কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত ন্যূনতম  মাসিক বেতন সহ সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি মর্যাদা প্রভৃতি ১৩ দফা…

 


বাবলু বন্দোপাধ্যায়।  কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের মিড ডে মিল কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে প্রদান ,ওই কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত ন্যূনতম  মাসিক বেতন সহ সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি মর্যাদা প্রভৃতি ১৩ দফা দাবি নিয়ে শুক্রবার সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে বিডিও অর্ঘ্য ঘোষের নিকট ডেপুটিশন ও স্মারকলিপি দিল। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি অঞ্জলি মান্না যুগ্ম সম্পাদক সোনালী দাস ও শ্যামসুর বেগম। উল্লেখ্য ছাত্রছাত্রীদের মিড ডে মিল আন্নার কাজে যুক্ত ওই মহিলারা রান্না করা পরিবেশন করা বাসন ধোয়ার প্রকৃতি কাজের জন্য মাত্র ৫০০ টাকা পায়।