Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা আইনি কর্তৃপক্ষের উদ্যোগে হোমে গেল,সমস্যায় থাকা সুদীপ গিরি.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুদীপ গিরি বেশ কিছু দিন ধরে তার সৎ পিতার বিমাতৃসুলভ অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল। পড়াশোনাও ঠিক ঠাক করতে পারছিলনা। এমতাবস্থায় সুদীপের মা রূম…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর শহরের হরিজন পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুদীপ গিরি বেশ কিছু দিন ধরে তার সৎ পিতার বিমাতৃসুলভ অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল। পড়াশোনাও ঠিক ঠাক করতে পারছিলনা। এমতাবস্থায় সুদীপের মা রূম্পা গিরি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে যোগাযোগ করে সুদীপকে হোমে রাখার ব্যবস্থার কথা বলেন। বিদ্যালয়ের শিক্ষকরা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক দিব্যেন্দু নাথের  সাথে যোগাযোগ করেন। দিব্যেন্দুবাবু জেলা শিশু সুরক্ষা কমিটির সাথে যোগাযোগ করেন। শেষমেষ শিশু সুরক্ষা কমিটির ব্যবস্থায় শেষ পর্যন্ত সুদীপকে দাসপুরের একটি হোমে স্থানান্তকরণের ব্যবস্থা করা হয়। এদিনের স্থানান্তর প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন ডি এল এস এ প্রতিনিধি বাসুদেব চক্রবর্তী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন দত্ত।