Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে বিশ্ব অঙ্গদান দিবস উদযাপন

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক১৩ ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিশ্ব অঙ্গদান দিবস। ছোটদের রং তুলির আঁচড়ে ফুটে উঠল মানুষের দেহের অঙ্গ পতঙ্গের ছবি এভাবেই দিনটিকে পালন করল কোলাঘাট নতুন বাজার হাটের  দুই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিশ্ব অঙ্…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

১৩ ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিশ্ব অঙ্গদান দিবস। ছোটদের রং তুলির আঁচড়ে ফুটে উঠল মানুষের দেহের অঙ্গ পতঙ্গের ছবি এভাবেই দিনটিকে পালন করল কোলাঘাট নতুন বাজার হাটের  দুই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 

বিশ্ব অঙ্গদান দিবসকে সামনে রেখে স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান এবং দেহ দানের অঙ্গীকার শিবিরে বিভিন্ন বয়সের কুড়িজন মানুষ অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন। উপস্থিত ছিলেন গণ দর্পণ সংস্থার প্রতিনিধিবৃন্দ। ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতার প্রসারে মরণোত্তর অঙ্গদান বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট ৯০ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল।

 তাদের রং তুলির আঁচড়ে হাট, লিভার, কিডনি, কার্নিয়া সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ছবি ফুটে উঠে। আয়োজক এর পক্ষে সুব্রত চক্রবর্তী বলেন দুটি সংস্থার উদ্যোগে গত ২০ বছর ধরে এই আন্দোলন করছি এখনো পর্যন্ত কোলাঘাট এলাকার স্বাভাবিক মৃত্যুর পর ১৫ জন ব্যক্তির প্রাণহীন দেহ থেকে নির্দিষ্ট চিকিৎসা  কেন্দ্রের সহযোগিতায় কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। 

যার মাধ্যমে প্রায় ৩০ জন দৃষ্টিহীন মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।