Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের রাজপথে মেডিকেল সার্ভিস সেন্টার এর পক্ষ থেকে মহিলা ডাক্তারের খুনের ঘটনার মৌন মিছিল

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকআর জি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্তব্যরত স্টাফদের নিরাপত্তার, ছাত্র ডাক্তার নার্স হোস্টেলে নিরাপ…

  


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

আর জি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্তব্যরত স্টাফদের নিরাপত্তার, ছাত্র ডাক্তার নার্স হোস্টেলে নিরাপত্তা সুনিশ্চিত্তের দাবিতে সোমবার মেডিকেল সার্ভিস সেন্টার এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল এলাকা সহ হাসপাতাল মোড়ে এক মৌল মিছিল সংঘটিত হল।

 মিছিলে প্রায় পাঁচ শতাধিক মেডিকেল ছাত্র ছাত্রী সহ ডাক্তার অংশগ্রহণ করে এবং তমলুক মেডিকেল কলেজের সুপার ও কলেজের প্রিন্সিপালকে এই সংক্রান্ত দাবী দেওয়া যুক্ত একটি স্মারকলিপি  জমা দেন। মিছিলে নেতৃত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ভবানী শংকর দাস, সভাপতি ডাক্তার বিশ্বনাথ পড়িয়া, ডাক্তার জয়দেব ঘোড়া, ডাক্তার কালিশংকর পাত্র ,রামচন্দ্র সাঁতরা, বীণা দাস প্রমুখ।