Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে চিত্রশিল্পীর ক্যানভাসে প্রতিবাদ

অরুণ কুমার সাউ, তমলুক: আর জি কর কান্ডের একমাস পূর্ণ হওয়ার দিন তমলুক শহরের ক্ষুদিরাম মোড় (হাসপাতাল মোড়)এলাকায় রবিবার রাতে দ্রুত বিচার চেয়ে রাত জাগরণ, মিছিল সহ অন্যান্য কর্মসূচি পালিত হলো। 'আমরা তমলুকবাসী'র উদ্যোগে …


অরুণ কুমার সাউ, তমলুক: আর জি কর কান্ডের একমাস পূর্ণ হওয়ার দিন তমলুক শহরের ক্ষুদিরাম মোড় (হাসপাতাল মোড়)এলাকায় রবিবার রাতে দ্রুত বিচার চেয়ে রাত জাগরণ, মিছিল সহ অন্যান্য কর্মসূচি পালিত হলো।

 'আমরা তমলুকবাসী'র উদ্যোগে 'অভয়ার রাত' নামে এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খোলা আকাশের নিচে ক্যানভাসে ছবি এঁকে প্রতিবাদে সামিল হওয়া। তমলুক শহরের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পীরা এদিন তাদের তুলির টানে ক্যানভাসে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলে।


এই প্রতিবাদ কর্মসূচিতে ১১ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করে। শিল্পীদের মধ্যে ছিলেন প্রবাল ঘোড়ই, চিন্ময় ঘোড়ই,  সৌমেন চক্রবর্তী , অরিজিৎ পাল, দেবপ্রসাদ হাজরা, কুন্তল দে, দেবাশীষ গুছাইত, অনুপম দাশগুপ্ত, শুভাশিস বক্সি, শিবানন্দ সামন্ত, রবিন  পাড়ই ।


 চিত্রশিল্পী দেবপ্রসাদ হাজরা জানান , “আজকে রাত্রিব্যাপী প্রতিবাদে আমরা সমবেত হয়েছি অনেক চিত্রশিল্পী। প্রতিবাদ করার জন্য আজ আমরা রং, তুলি ও ক্যানভাসকে বেছে নিয়েছি। চাই এই আর জি কর ঘটনার খুব তাড়াতাড়ি বিচার হোক ।আমরা সেই অপেক্ষায় আছি। আমরা আবেদন করছি কেন্দ্রীয় সরকারের কাছে যাতে এটার তাড়াতাড়ি আমাদের সুবিচার দেন।" 


পাশাপাশি চিত্রশিল্পী কুন্তল দে বলেন “আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীকেও আমরা ধরিত্রী মা হিসেবে সম্বোধন করি এবং আমাদের ভারতবর্ষকেও আমরা ভারতমাতা হিসেবে সম্বোধন করি। সেই দেশে জন্মে যদি নারীদের উপরে অত্যাচার অমর্যাদা, অবমাননা করা হয় তাহলে কোনভাবেই মেনে নেওয়া যায় না। নারী মাতৃ শক্তির প্রতীক। সেই নারীকে যদি অসম্মান করা হয়, অমর্যাদা করা হয়, অবমাননা করা হয় তাহলে সে প্রতিবাদও করতে জানে। তার প্রতিবাদের ভাষা স্বরূপ আমি আমার ছবির মাধ্যমে যেটা দেখিয়েছি , তার কাছে তার বাম হাতেই অস্ত্র তুলে নিলে এই ধরনের জঘন্য অপরাধ যারা সংগঠিত করে সেই নিকৃষ্ট জীবের জন্য নারীর বামহাতই যথেষ্ট। আমি আমার ছবির মাধ্যমে সেটাই দেখিয়েছি যে, নারীর বাম হাতে ধরা আছে অস্ত্র। আগামী দিন আমাদের কাছে একটা সুস্থ বার্তা নিয়ে আসুক এই ধরনের ভিন্ন ভিন্ন অপরাধ যেন আর কখনো সংঘটিত না হয়- এটাই আশা করব।"


 এদিন ছবি আঁকার পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিতে ছিল  ক্ষুদিরাম মূর্তির পাদদেশে খোলা আকাশের নিচে গান, কবিতা পাঠ, প্রতিবাদী কবিতা আবৃত্তি।রাত্রি ঠিক ৯টা ৯ মিনিটে প্রতীকী ফানুস  ওড়ানো হয়। তাতে বার্তা দেয়া হয়, ‘অভয়ার মৃত্যুর বিচার চাই' ।


উদ্যোক্তাদের মধ্যে চিত্রশিল্পী অরিজিত পাল বলেন আমরা এ ধরনের প্রতিবাদ মিছিল, কর্মসূচি চালিয়ে যাব যতদিন না পর্যন্ত অভয়ার পক্ষে সুবিচার আসে।