Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রুতিমালার আবৃত্তির আসর অভয়াকে উৎসর্গ

বাবলু বন্দ্যোপাধ্যায়।  তমলুকপূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়' কাসা আলটুরা' অডিটরিয়ামে শ্রুতিমালার ৪বর্ষের আবৃতির আসর এবারে অভয়ার নামে উৎসর্গিত করা হল। আবৃত্তি কোলাজ, একক আবৃতি, সঙ্গীত থেকে শুরু করে নানা অনুষ্ঠানের আয়োজন…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।  তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায়' কাসা আলটুরা' অডিটরিয়ামে শ্রুতিমালার ৪বর্ষের আবৃতির আসর এবারে অভয়ার নামে উৎসর্গিত করা হল। আবৃত্তি কোলাজ, একক আবৃতি, সঙ্গীত থেকে শুরু করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন স্বাতী ভৌমিক, সুকুমার মাইতি, দেবাশীষ চক্রবর্তী, দীধিতি চক্রবর্তী, শীতল ভৌমিক, বিশ্বনাথ পড়িয়া, সোমা সাউট্যা, নির্মল মাইতি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অশোক দিয়ান।