Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমবায় সমিতির উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা

অরুন কুমার সাউ, তমলুক:  ত্রিনয়নী সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে আজ ৭ই অক্টোবর সোমবার সকালে তমলুকের ডিমারিতে  সমিতির হলরুমে অনুষ্ঠিত হলো ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠা…


অরুন কুমার সাউ, তমলুক:  ত্রিনয়নী সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে আজ ৭ই অক্টোবর সোমবার সকালে তমলুকের ডিমারিতে  সমিতির হলরুমে অনুষ্ঠিত হলো ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। ধলহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণদাঁড়ি, কিয়াখালী, নয়াবসান, আস্তারা, বাড় আস্তারা, খোসখানা, বাড় খোসখানা, গ্রামের ছাত্র-ছাত্রীদের এই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট ৫৫ জন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন বিধান সামন্ত, শিক্ষক অভিজিৎ চক্রবর্তী, ডিমারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌটুসী মহাপাত্র রক্ষিত, প্রাক্তন সেনাকর্মী ভীমচরণ দাস, আঞ্চলিক ইতিহাস গবেষক ও শিক্ষক জয়দীপ পন্ডা, ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের নোনাকুরি ব্রাঞ্চ এর ম্যানেজার তুষার মজুমদার, ফিল্ড অফিসার অবনী অধিকারী, ধলহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা সামন্ত, প্রাক্তন প্রধান আতিয়ার রহমান, সমিতির সম্পাদক প্রসেনজিৎ মহাপাত্র, প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাজীব ব্যানার্জি, পঞ্চায়েত সদস্য স্বপ্না মহাপাত্র, সহ অন্যান্য অতিথিরা l অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভবানীচরণ মাইতি। 


     সম্মানীয় শিক্ষক শিক্ষারত্ন বিধান সামন্ত এদিন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।ডিমারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌটুসী মহাপাত্র রক্ষিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধির ক্ষেত্রে অনেক জরুরী। এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পিঠ চাপড়ে দেয়া হয়। যাতে আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা পায়। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করার কথা ভাবতে পারে। শিক্ষক অভিজিৎ চক্রবর্তী তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন, “বর্তমান সমাজে যে  অবক্ষয় দেখা দিয়েছে এই অবক্ষয় রোধ করার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আগামী দিনের চাকরির জন্য যেমন অনেক বেশি নাম্বার জরুরী তেমনি মানুষ হওয়ার জন্য সামাজিক শিক্ষায় অনেক বেশি শিক্ষিত হতে হবে"।