Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের মেচেদায় রাজ্য বিজ্ঞান শিবির, যুক্তিবাদী মনন তৈরি করার লক্ষ্যে

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকযুক্তিবাদী বিজ্ঞানসম্মত চিন্তাধারা গড়ে তোলার আন্দোলনের অন্যতম বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার আয়োজনে তমলুক মহাকুমার মেছাদার বিদ্যাসাগর গ্রন্থাগার ভবনে দুদিনের রাজ্য শিক…


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

যুক্তিবাদী বিজ্ঞানসম্মত চিন্তাধারা গড়ে তোলার আন্দোলনের অন্যতম বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার আয়োজনে তমলুক মহাকুমার মেছাদার বিদ্যাসাগর গ্রন্থাগার ভবনে দুদিনের রাজ্য শিক্ষাশিবির শেষ হল রবিবার । দুই শতাধিক প্রতিনিধির এই শিবিরে সত্যানুসন্ধানী মনন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং বর্তমান জাতীয় শিক্ষানীতির মধ্যে অবৈজ্ঞানিক ও কাল্পনিক বিষয় বস্তুর অনুপ্রবেশ এবং তা দূর করার ক্ষেত্রে বিজ্ঞান কর্মীদের ভূমিকা নিয়ে 'বিজ্ঞান এবং দর্শন' সংক্রান্ত বিষয়ে  চারটি সেশনে প্রতিনিধিরা আলোচনা করেন। মূল বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুব্রত গৌড়ী, ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমিত্র ব্যানার্জি, সর্বভারতীয় সহ-সভাপতি দেবাশীষ রায়, এবং সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সৌরভ মুখার্জি। পরিচালনা করেন রাজ্য সম্পাদক অধ্যাপক তপন কুমার শী ।তপনবাবু জানান আগামী দিনে রাজ্যে বিজ্ঞান আন্দোলনকে আরো শক্তিশালী করতে এই শিক্ষাশিবিরে পরিকল্পনা করা হয় এবং ফেব্রুয়ারি মাসে ত্রিবান্দ্রমে সর্বভারতীয় সম্মেলনে সকলকে যোগদান করার আহ্বান জানানো হয়।