Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমাজসেবী তপন দেহুরীর উদ্যোগে গোপীবল্লভপুরে গড়ে উঠল শনি মন্দির

নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর......তিল তিল করে অর্থ জমিয়ে,গোপীবল্লভপুরে বিশিষ্ট সমাজসেবী তপন দেহুরী যেমন অসহায়, দরিদ্র মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনি গোপীবল্লভপুর সব্জি-বাজারের কাছে, সুবর্ণরেখা নদীর তীরে একটি …


 নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর......তিল তিল করে অর্থ জমিয়ে,গোপীবল্লভপুরে বিশিষ্ট সমাজসেবী তপন দেহুরী যেমন অসহায়, দরিদ্র মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনি গোপীবল্লভপুর সব্জি-বাজারের কাছে, সুবর্ণরেখা নদীর তীরে একটি শনি ঠাকুরের মন্দিরও গড়ে তুললেন। শনিবার উদ্বোধন হলো সেই মন্দিরের।

উদ্বোধন করলেন, বিশিষ্ট সমাজসেবী, করোনা-যোদ্ধা সত্যকাম পট্টনায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা ও ধর্মপ্রাণ ব্যাক্তিগণ ।

তপন দেহুরী বলেন, এতদঞ্চলের মানুষ শনিদেবের পুজোর জন্যে ওড়িশার বারিপদাতে যেতেন,যেতেন ঝাড়খন্ডের বহড়াগোড়াতে বা ঝাড়গ্রাম ও মেদিনীপুর শহরে। তাই ইচ্ছে ছিলো, গোপীবল্লভপুরে শনি দেবের একটি মন্দির গড়ে তোলার। এদিন তা পুরণ হলো। 

মন্দির প্রতিষ্ঠা ঘিরে এলাকার আবালবৃদ্ধবনিতার আবেগ ছিলো চোখে পড়ার মতো।