নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর......তিল তিল করে অর্থ জমিয়ে,গোপীবল্লভপুরে বিশিষ্ট সমাজসেবী তপন দেহুরী যেমন অসহায়, দরিদ্র মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনি গোপীবল্লভপুর সব্জি-বাজারের কাছে, সুবর্ণরেখা নদীর তীরে একটি …
নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুর......তিল তিল করে অর্থ জমিয়ে,গোপীবল্লভপুরে বিশিষ্ট সমাজসেবী তপন দেহুরী যেমন অসহায়, দরিদ্র মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, ঠিক তেমনি গোপীবল্লভপুর সব্জি-বাজারের কাছে, সুবর্ণরেখা নদীর তীরে একটি শনি ঠাকুরের মন্দিরও গড়ে তুললেন। শনিবার উদ্বোধন হলো সেই মন্দিরের।
উদ্বোধন করলেন, বিশিষ্ট সমাজসেবী, করোনা-যোদ্ধা সত্যকাম পট্টনায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা ও ধর্মপ্রাণ ব্যাক্তিগণ ।
তপন দেহুরী বলেন, এতদঞ্চলের মানুষ শনিদেবের পুজোর জন্যে ওড়িশার বারিপদাতে যেতেন,যেতেন ঝাড়খন্ডের বহড়াগোড়াতে বা ঝাড়গ্রাম ও মেদিনীপুর শহরে। তাই ইচ্ছে ছিলো, গোপীবল্লভপুরে শনি দেবের একটি মন্দির গড়ে তোলার। এদিন তা পুরণ হলো।
মন্দির প্রতিষ্ঠা ঘিরে এলাকার আবালবৃদ্ধবনিতার আবেগ ছিলো চোখে পড়ার মতো।