Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পালপাড়া কলেজে সংস্কৃত শিক্ষায় দক্ষতা বিকাশের কর্মশালা

কেন্দ্রিয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় -এর আর্থিক সহযোগিতায় এবং লোকভাষা প্রচার সমিতির উদ্যোগে গত ১৮/১০/২০২৪ থেকে ২৭/১০/২০২৪ যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে দশদিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। ১৮/১০/২০২৪ শুক্রবার এই অনুষ্ঠান…


 কেন্দ্রিয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় -এর আর্থিক সহযোগিতায় এবং লোকভাষা প্রচার সমিতির উদ্যোগে গত ১৮/১০/২০২৪ থেকে ২৭/১০/২০২৪ যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে দশদিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। ১৮/১০/২০২৪ শুক্রবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহাবিদ্যালয়ের সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর (ড.) প্রদীপ্ত কুমার মিশ্র মহোদয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড. সদানন্দ দিক্ষীত, সভাপতি, লোকভাষা প্রচার সমিতি, ড. নিরঞ্জন সাহু, সহ -সভাপতি, লোকভাষা প্রচার সমিতি, ড. গগন চন্দ্র দে, সহ - সভাপতি, (পশ্চিমবঙ্গ শাখা ) লোকভাষা প্রচার সমিতি, শ্রী মধুসূদন সিদ্ধান্ত বাগীশ, শ্রী বিভূতি নারায়ণ কর, সচিব, লোকভাষা প্রচার সমিতি, শ্রী গুরুপ্রসাদ রথ, বরিষ্ঠ প্রচারক, লোকভাষা প্রচার সমিতি,প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রীমতী পণ্ডিত (অধ্যাপিকা, বাংলা বিভাগ )।


প্রশিক্ষণ শেষে ৫০জন ছাত্র- ছাত্রীর হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ভারতীয় জ্ঞান পরম্পরার অনুসরণে এবং নতুন শিক্ষা নীতিকে সামনে রেখে ছাত্র ছাত্রীদের সংস্কৃত ভাষা ও সাহিত্যের উপর দক্ষতার বিকাশ ঘটানো ছিলো এই কর্মশালার মূল উদ্যেশ্য। পালপাড়া মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান সম্মাননীয় ড. লক্ষ্মীকান্ত ষড়ঙ্গীর পৌরোহিত্যে সমগ্র কর্মশালাটি উজ্জ্বলতা লাভ করে। বিভাগের অন্য দুই অধ্যাপক ড. সত্যেন্দ্র নাথ আদক এবং ড. মানস প্রসূন ভট্টাচাৰ্য সুচারুভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।