Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে তথ্য সংস্কৃতি দপ্তরের মেলা ও প্রদর্শনী

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকপশ্চিমবঙ্গে সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার থেকে তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে বলে জানিয়েছে…


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

পশ্চিমবঙ্গে সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার থেকে তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক। 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী( মৎস্য ) বিপ্লব রায় চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় (সাধারণ), পশ্চিমবঙ্গ সংগীত একাডেমির উপ অধিকর্তা সূর্য বন্দ্যোপাধ্যায়   , তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, সহ এলাকার বিশিষ্টজনেরা। 

এই মেলায় লোকসংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। বেশ কিছু প্রদর্শনী উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। জেলা তথ্য সংস্কৃতি সূত্রে জানা যায় এই মেলার মধ্য দিয়ে সৌভ্রাতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। 

তিন দিনের এই মেলার বিশেষ আকর্ষণ কলকাতার নামিদামি শিল্পীদের সমন্বয়ে সংগীতা অনুষ্ঠানের ব্যবস্থা।