বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদাতে ২০২৫ সালের জেলা বইমেলা করার দাবি উঠল। রবিবার মেছেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরে গুলুড়িয়া মুক্তধরার উদ্যোগে সাহিত্য বাসর এবং গ্রন্থ প্রকাশ …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদাতে ২০২৫ সালের জেলা বইমেলা করার দাবি উঠল। রবিবার মেছেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরে গুলুড়িয়া মুক্তধরার উদ্যোগে সাহিত্য বাসর এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাহিত্য বাসরে নৃপেন্দ্র কুমার রায়ের 'অজানার সন্ধানে' পুস্তক প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন গনেন রায়, সাহিত্যিক সুকুমার মাইতি, কবি প্রশান্ত শেখর ভৌমিক, আব্দুল মান্নান, অনিল সামন্ত, বিভাস মন্ডল, রমেশ চন্দ্র বেরা, গোবিন্দ বারিক প্রমূখ। সঙ্গীত ও আবৃতিতে এই দিনের সাহিত্য আসর এলাকার সাহিত্যপ্রেমী মানুষদের আনন্দ দান করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমথনাথ মন্ডল।