Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংগীত শিল্পী মোঃ রফি

🌹সংগীত শিল্পী মোঃ রফি 🌹অবিভক্ত ভারতের অমৃতসর সুলতান সিং গ্রামে জন্ম রফিসাব লাহোরে আব্দুল ওয়াজিদ আলি, পন্ডিত জীবনলাল, ফিরোজ নিজামের সুযোগ্য শিষ্য All India Lahore এ প্রথম গান পরিবেশন করেন।ভারতে এসে কবি তনভীর এর সুপারিশ বোম্বে ফি…


🌹সংগীত শিল্পী মোঃ রফি 🌹

অবিভক্ত ভারতের অমৃতসর সুলতান সিং গ্রামে জন্ম রফিসাব লাহোরে আব্দুল ওয়াজিদ আলি, পন্ডিত জীবনলাল, ফিরোজ নিজামের সুযোগ্য শিষ্য All India Lahore এ প্রথম গান পরিবেশন করেন।

ভারতে এসে কবি তনভীর এর সুপারিশ বোম্বে ফিল্ম এ গানের সুযোগ পান। স্ত্রী পাকিস্তান এ থেকে যান সারা জীবন।সেই চৌদভি কা চাঁদ এর খোয়া খোয়া চাঁদ কে মনে করে সংগীত কেই বললেন,, আজ কাল তেরে মেরে প্যার কে চর্চা,,,,, তাঁর দিল কা ভৌয়ার শুধু সংগীতের জন্য, অজস্র ভাষায় গান, অজস্র পুরস্কার, নামি দামি সংগীত পরিচালক দের সঙ্গে কাজ স্মরণীয় করে।🙏

১৯৫২ র বৈজু বওড়া ও নীলকমল তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়,, ভারত থেকে পাকিস্তানে থাকা মেহবুবার জন্য বলেন,, দিল কে ঝড়োখসে তুঝকো বিঠাকর,, গুলাবী আঁখে, য়ে রেশমি জুলফে, য়ে চাঁদ মেরা দিল।❤️ প্রতিটি গীত স্বর্ণাক্ষরে লেখা দর্শক শ্রোতার হৃদয়ে,,, আমরা হলাম দিওয়ানা হুয়ে বাদল,,,,, পাখিটার বুকে তীর মারতে না চাওয়া সেই গায়ক,, যাকে আমরা বললাম এখনই বিদায় বলোনা,, কিন্তু অতি কম বয়সে জানালেন তেতে গলিওন মে না রাখুঙ্গা কদম আজ কে বাদ 😭

আমরা জানি আনেসে উনকে আয়ে বাহার, তাই বলি আমরা আপনার গানে,, শ সাল পহেলে মুঝে তুমসে প্যার থা আজ ভি হ্যায় অউর কাল ভি রাহেগা। 💞কিন্তু রফিসাব চলে গেলেন, সহজ সরল মানুষটি বললেন আওয়াজ ম্যায় না দুঙ্গা,,,, চলে গেলেন অমৃত লোকে জিন্দগি কা সাথে চালাক গয়া নওল কিশোর,,, ইয়ে দুনিয়া ইয়ে মহফিল মেরে কাম কী নেহি যতই বলুন আমরা জানি,,, আজও মধুর বাঁশরী বাজে, ❤️এখনই বিদায় বলোনা, কারণ তোমার হাতের সোনার রাখি,, আমরা তাকে বুকের মাঝে রাখি। আজও প্রতীক্ষায়,, সুহানি রাত ঢল চুকি না জানে তুমি কবে আওগে।

শত শত প্রণাম। 🙏🙏🙏🙏🙏