বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী কোলাঘাট হাই স্কুলে রবিবার এক দিনের রেপিড দাবা প্রতিযোগিতার আয়োজন করা হল। এই প্রতিযোগিতায় রাজ্যের দশটি জেলার ২৬০ জন দাবাড়ু অংশগ্রহণ করেছে। খেলার ফলাফল ছাড়াও উৎসা…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী কোলাঘাট হাই স্কুলে রবিবার এক দিনের রেপিড দাবা প্রতিযোগিতার আয়োজন করা হল। এই প্রতিযোগিতায় রাজ্যের দশটি জেলার ২৬০ জন দাবাড়ু অংশগ্রহণ করেছে। খেলার ফলাফল ছাড়াও উৎসাহ মূলক ৮৫ জনকে পুরস্কৃত করা হয়। আয়োজক সংস্থার পক্ষে সারথি ঘোষ জানান এই প্রতিযোগিতার মাধ্যমে কোলাঘাটের একান্নতম শিশু উৎসবের সূচনা হয়েছে। যা এই দাবাড়ু খেলার মধ্য দিয়ে সূচনা । বিভিন্ন দিনে শিশুদের নিয়ে নানা প্রতিযোগিতা সঙ্গে সংস্কৃতি সচেতন কোলাঘাটবাসীদের কাছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে।