Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার বিদ্যুৎ দপ্তরে গ্রাহকদের বিক্ষোভ

বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুকবিদ্যুৎ গ্রাহকদের কানেকশনের লোড বৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সিকিউরিটি বাবদ  বিরাট অঙ্কের টাকা আদায় বন্ধ সহ স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার লাগানো প্রতিরোধ প্রভৃতি  দাবীতে …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।    তমলুক

বিদ্যুৎ গ্রাহকদের কানেকশনের লোড বৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সিকিউরিটি বাবদ  বিরাট অঙ্কের টাকা আদায় বন্ধ সহ স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার লাগানো প্রতিরোধ প্রভৃতি  দাবীতে শুক্রবার বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টার কমিটির উদ্যোগে স্টেশন ম্যানেজার অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হল। এবং স্টেশন ম্যানেজারকে সাত দফা দাবী সম্বলিত স্মারকলিপি ও ডেপুটেশন দেওয়া হয়।

 বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন,অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির জেলা নেতা প্রদীপ দাস, প্রনব মাইতি ও নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টার কমিটির কার্যকরী সভাপতি ঈশ্বর চক্রবর্তী,সম্পাদক মঞ্জুরী মোহন মাইতি,সদস্য সনাতন দাস প্রমুখ। 

স্টেশন ম্যানেজার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে  স্থানীয় দাবীগুলি পূরন সহ অন্যান্য দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।