Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিত্কি পত্রিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি বছরের শেষ দিনে মোড়ক উন্মোচন হল তিত্কি পত্রিকার করম সংখ্যার। মোড়ক উন্মোচনে অভিনবত্বের ছোঁয়া রেখে গেল তিত্কি পত্রিকা গোষ্ঠী। মেদিনীপুর শহরের শরৎপল্লীতে পত্রিকা সম্পাদকের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে…

 


নিজস্ব প্রতিবেদক: ইংরেজি বছরের শেষ দিনে মোড়ক উন্মোচন হল তিত্কি পত্রিকার করম সংখ্যার। মোড়ক উন্মোচনে অভিনবত্বের ছোঁয়া রেখে গেল তিত্কি পত্রিকা গোষ্ঠী। মেদিনীপুর শহরের শরৎপল্লীতে পত্রিকা সম্পাদকের বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েদের হাতে উন্মোচিত হল পত্রিকার মোড়ক। সম্পাদকের কথায়, করম পরব ছোট ছোট ছেলেমেয়েদের পরব। তাই তিত্কি বিশেষ এই ‘করম সংখ্যা’ কচিকাঁচাদের হাতে তিত্কি প্রকাশের সিদ্ধান্ত নেয় পত্রিকা গোষ্ঠী। সাথে উদ্বোধন হল এই বছরের নতুন কুড়মালি ক্যালেন্ডার। ব্যবস্থাপনায় টিম-তিত্কি।


জঙ্গলমহলের ভাষা-সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে কাজ করে চলেছে তিত্কি পত্রিকা গোষ্ঠী। এবারের ‘করম সংখ্যা' তাদের চতুর্থ সংখ্যা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকা সম্পাদক- গৌতম কাড়োআর, প্রকাশক- অভিজিৎ কাটিআর, সহ সম্পাদক- অরূপ কাটিআর ও রাকেশ সিংহ দেব, জনসংযোগ স্থাপক অপূর্ব লাল বাগবানোআর প্রমুখ।