Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জামার্নির ফ্র্যাঙ্কফুটে হাইমটেস্কটাইল ২০২৫-এ ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন

ওয়েব ডেস্ক ;১৫ জানুয়ারি :   ভারতীয় বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান শক্তি প্রদর্শনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী  গিরিরাজ সিং জামার্নির ফ্র্যাঙ্কফুটে আয়োজিত বস্ত্রমেলা হাইমটেস্কটাইল ২০২৫-এ ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন। আন্তর্জাতিক খ্…


ওয়েব ডেস্ক ;১৫ জানুয়ারি :   ভারতীয় বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান শক্তি প্রদর্শনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী  গিরিরাজ সিং জামার্নির ফ্র্যাঙ্কফুটে আয়োজিত বস্ত্রমেলা হাইমটেস্কটাইল ২০২৫-এ ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বস্ত্রশিল্পের এই মেলায় ভারত অংশ নিয়েছে। এখানে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বস্ত্রসম্ভার প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ভারতের অংশীদারিত্ব এবং উদ্ভাবন ক্ষেত্র প্রতিফলিত হয়েছে।   


বাড়িতে ব্যবহৃত বস্ত্র সম্ভার রপ্তানিকারক, আমদানিকারক এবং প্রস্তুতকারকদের উদ্দেশ্যে ভাষণ দেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এই মেলায় অংশগ্রহণকারী দেশগুলিকে ভারত টেক্স ২০২৫-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি ভারতের সমৃদ্ধশালী বস্ত্রশিল্প ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। 


কেন্দ্রীয় মন্ত্রী বস্ত্রশিল্প এবং এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত যন্ত্র উৎপাদক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের ক্রমবর্ধমান বিকাশের ইতিহাসের কথা তুলে ধরেন। গত ১০ বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়েছে বলে জানান। একইসঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এই উদ্যোগের ফলে ভারত বিশ্ব দরবারে ক্রমশই প্রতিযোগিতামূলক উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে এসেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী আন্তর্জাতিক স্তরের বিনিয়োগকারীদের ভারতের বস্ত্রশিল্পে বিনিয়োগের জন্য আহ্বান জানান। এতে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আগামীদিনে ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। 


কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী বলেন, হাইমটেস্কটাইল-এর মতো আন্তর্জাতিক স্তরের মেলায় অংশগ্রহণের জন্য সরকার ভারতীয় রপ্তানিকারকদের যথাযথ সাহায্য করছে। কেন্দ্রীয় মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।