Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া ‘কনফারেন্স অন ফিউচার অফ জবস’-এ দক্ষতা উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে কর্মী ঘাটতির মোকাবিলায় ভারতের সম্ভাবনা তুলে ধরেছেন

ওয়েব ডেস্ক ; ১৬ জানুয়ারি :   ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সহযোগিতায় ‘কনফারেন্স অন ফিউচার অফ জবস’-এর আয়োজন করেছে। নতুন দিল্লিতে ১৫.০১.২০২৫-এ উদ্বোধন হওয়া এই সম্মেলনের থিম…


ওয়েব ডেস্ক ; ১৬ জানুয়ারি :   ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সহযোগিতায় ‘কনফারেন্স অন ফিউচার অফ জবস’-এর আয়োজন করেছে। নতুন দিল্লিতে ১৫.০১.২০২৫-এ উদ্বোধন হওয়া এই সম্মেলনের থিম ‘শেপিং টুমরোজ ওয়ার্ক ফোর্স: ড্রাইভিং গ্রোথ ইন এ ডাইনামিক ওয়ার্ল্ড’। এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে নীতি প্রণেতা, শিল্পপতি এবং বিশেষজ্ঞগণ কর্মসংস্থানের বিবর্তিত পটভূমিকা নিয়ে আলোচনা করবেন এবং ভারতে ভবিষ্যতের জন্য কর্মীবাহিনী তৈরির রণকৌশল স্থির করবেন।


শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া বলেন, ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ ঘটাতে দক্ষতা উন্নয়নকে আমাদের প্রয়াসের কেন্দ্রবিন্দু করতে হবে। উদ্ভাবনকে উৎসাহদান, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মানুষকে কর্ম উপযোগী করে তুলতে আমরা কর্মের সুযোগ তৈরি করছি এবং নির্মাণ করছি বিশ্ব ট্যালেন্ট হাব।’ তিনি দক্ষতা এবং মানের পারস্পরিক স্বীকৃতির মতো উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে কর্মী ঘাটতির মোকাবিলায় ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।


শিল্প জগতের সঙ্গে শিক্ষা জগতের শক্তিশালী বন্ধনের মাধ্যমে আমরা ভারতের নিজস্ব প্রয়োজনীয়তার উপযোগী দক্ষতার আদর্শ তৈরি করতে পারি। শুধু শংসাপত্র দেওয়াই নয়, দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে যাতে শিল্প ক্ষেত্র এবং স্বনিযুক্তির সদা পরিবর্তনশীল ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাহিদার উপযুক্ত হয়ে উঠতে পারে একজন ব্যক্তি। এখন সময় এসে গেছে দক্ষতা নিয়ে নতুন করে ভাবনার- শুধুমাত্র শংসাপত্র দানের ওপর নজর না দিয়ে লক্ষ্য হবে এমন পেশাদার তৈরি করা, যার বিশেষ ধরনের দক্ষতা শিল্পক্ষেত্রের উৎকর্ষ সাধন করবে।