নিজস্ব প্রতিবেদক , মেদিনীপুর..... মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা হলো শ্রী অরবিন্দ স্টেডিয়ামে । যাতে অংশগ্রহণ করে পালবাড়ি এম আর সি সি , নিমপুরা প্…
নিজস্ব প্রতিবেদক , মেদিনীপুর..... মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা হলো শ্রী অরবিন্দ স্টেডিয়ামে । যাতে অংশগ্রহণ করে পালবাড়ি এম আর সি সি , নিমপুরা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র , খাকুড়দার সাথী , ঝাড়গ্রামের সেবায়তন কেন্দ্র , গোপালী হাইস্কুল প্রমুখ প্রতিষ্ঠান ও স্কুল মিলে ২৬৭ জন প্রতিযোগী ।
স্বাগত বক্তব্য রাখেন এম আর সি সি-র সম্পাদক নন্দদুলাল ভট্রাচার্য্য । এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীতা ও সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা রেডক্রশের সম্পাদক ডা۔ গোলক বিহারি মাজি , জেলা চাইল্ড প্রটেকশন অফিসার- ২ পীযুষ কান্তি রথ , ডি এস এ-র সম্পাদক সনজিৎ তোরই , ফরেস্ট অফিসার অসিত দাস , এথ্যালিট মাজিদা খাতুন , জেলা দাবা এসোসিয়েশনের সহ সভাপতি ডা۔ বিশ্বজিৎ পড়িয়া , প্রসেনজিৎ সাহা প্রমুখ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আর সি সি-র সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি , সহ সভাপতি সৌমেন ঘোষ , কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা , দুই সহ সম্পাদক অমিত কুমার সাহু ও প্রশান্ত মহাপাত্র ,পরিচালন সমিতির সদস্য বিদ্যুৎ বোস , কাজল ব্যানার্জি , ড۔ বাবুলাল শাসমল , অধ্যাপক ড۔ সুশান্ত দে , অধ্যক্ষ ড۔ সির্দ্ধার্থ মিশ্র , সন্তু ওঝা , তিন আইনজীবী সুব্রত দত্ত , অরিন্দম দাস , দেবাশিস দাস , জেলা সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব চ্যাটার্জি, ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক সুশীল চ্যাটার্জী সহ বহু বিশিষ্ট জন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বাক গৌতম দে ও শিবপ্রসাদ মিশ্র এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সঞ্জয় কুন্ডু ।