Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাঘী পূর্ণিমা , কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

মাঘী পূর্ণিমা🌹🌹🌹🌹কলমে,, মিঠু ভট্টাচাৰ্য🙏🙏🙏🙏🙏🙏মাঘী পূর্ণিমার মহিমা শুনো দিয়া মন,দেবতার আশীর্বাদ পাবেন সকল গুণীজন।গঙ্গায় বাস করেন যেন শ্রীহরি দেবতা,স্নান দান করো সেদিন হবে পূজার বারতা।মাঘী পূর্ণিমায় লক্ষী নারায়ণের পূজা ব্…

 


মাঘী পূর্ণিমা

🌹🌹🌹🌹

কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

🙏🙏🙏🙏🙏🙏

মাঘী পূর্ণিমার মহিমা শুনো দিয়া মন,

দেবতার আশীর্বাদ পাবেন সকল গুণীজন।

গঙ্গায় বাস করেন যেন শ্রীহরি দেবতা,

স্নান দান করো সেদিন হবে পূজার বারতা।

মাঘী পূর্ণিমায় লক্ষী নারায়ণের পূজা ব্রত,

গৃহস্থর কল্যাণ পুন্য দান শত শত।

চন্দ্রদেব করেন অমৃত বর্ষণ এ পৃথিবীতে,

ষোলো কলা পূর্ণ করি এই ধরণীতে।

হোলি উৎসবের এক মাস পূর্বে দণ্ড স্থাপন,

সেইমতো নাম তার হোলিকা দণ্ড রুপন।

স্নান দান জপ তপস্যা বড়ো পূন্য শান্তি,

ভগবান বুদ্ধ ঘোষণা করেন তাঁর মহানির্বানপ্রাপ্তি।

বৈশালীর কাপাল চৈত্যে প্রাতিমোক্ষ উপদেশ,

বুদ্ধের বাণী সেথা ত্রিপিটক সন্দেশ।

বৌদ্ধগন অষ্টশীল সংঘদান করেন মঠ বিহারে,

পূন্য তিথি পালন করে যত নর নারী বরে।

এমত কথিত হলো মাঘী পূর্ণিমার মহিমা,

অন্তকালে ভক্তি প্রনাম বাড়াও এর গরিমা।

🙏🙏🙏🙏🙏🙏🙏