নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের 'লিটবিট' লিটেরারি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লোক-সংস্কৃতি উৎসব 'লোকলাবণ্য'। প্রথম দিনের অনুষ্ঠান জুড়ে ছিল ঝুমুর গ…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.... মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের 'লিটবিট' লিটেরারি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লোক-সংস্কৃতি উৎসব 'লোকলাবণ্য'। প্রথম দিনের অনুষ্ঠান জুড়ে ছিল ঝুমুর গান, সমবেত সাঁওতালি নৃত্য, লোক-পরবের সাংস্কৃতিক আঙ্গিকে গান ও নাচ।
আসামের বিহু, রাজস্থানের ঘুমরের মতো বিভিন্ন রাজ্যের লোক-নৃত্য প্রর্দশিত হয়েছে। তবে বিশেষ নজর কেড়েছে ভারতের বিভিন্ন প্রদেশের লোক-সংস্কৃতির সাজ-সজ্জায় 'র্যাম্প ওয়াক' যেখানে বিবিধের মাঝে লোক-সংস্কৃতির সূত্রে বাঁধা এক অভিন্ন ভারতের অনন্য রূপ ফুটে উঠেছে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ছৌ-নাচ ও প্রান্তিক মানুষের যন্ত্রনা ও অপ্রাপ্তির নাট্যরূপ, 'বুধনি'।
ইংরেজি বিভাগের ছাত্রীদের তত্ত্বাবধানে পরিচালিত এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: পার্থ প্রতিম চক্রবর্তী'র মতে -"লোক-সংস্কৃতির এরকম অনুষ্ঠান ছাত্রীদের তথা ভবিষ্যতের নাগরিকদের মাটির অনেক কাছে নিয়ে আসবে।"