তমলুক: আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে এ.আই.ইউ টি ইউ সি ও কৃষক সংগঠন এ. আই. কে কে. এম. এস এর উদ্যোগে তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরামূর্তির পাদদেশ থেকে শহর পরিক্রমা করে মানিকতলা মোড়ের মাতঙ্গিনী মূর্তির পাদদেশ পর্যন্ত ম…
তমলুক: আগামীকাল দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে এ.আই.ইউ টি ইউ সি ও কৃষক সংগঠন এ. আই. কে কে. এম. এস এর উদ্যোগে তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরামূর্তির পাদদেশ থেকে শহর পরিক্রমা করে মানিকতলা মোড়ের মাতঙ্গিনী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল সংঘটিত হয়।
এদিন মিছিলে নেতৃত্ব দেন এ আই ইউ টিইউসির পক্ষে জ্ঞানানন্দ রায় এবং এ আই কে কে এম এস -এর পক্ষে প্রবীর প্রধান। পরে মানিকতলা চত্বরে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের যৌথ মিছিল সংঘটিত হয়।