দেবাঞ্জন দাস : ভারত মন্ডপমে পিএম গতি শক্তি এক্সপেরিয়েনশিয়াল সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি, মেধা এবং ভারতীয় প্রথাগত ব্যবস্থার এক উদযাপন। নতুন দিল্লির এই উচ্চ প্রযুক্তিনিবিড় কেন্দ্র পরিদর্শনের পর একথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্…
দেবাঞ্জন দাস : ভারত মন্ডপমে পিএম গতি শক্তি এক্সপেরিয়েনশিয়াল সেন্টার অত্যাধুনিক প্রযুক্তি, মেধা এবং ভারতীয় প্রথাগত ব্যবস্থার এক উদযাপন। নতুন দিল্লির এই উচ্চ প্রযুক্তিনিবিড় কেন্দ্র পরিদর্শনের পর একথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাইকেল উইলসন। জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভেসেলিন পোপভস্কি এই কেন্দ্র পরিদর্শনকে এক অসাধারণ অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এখানে সৌন্দর্য, বৈচিত্র্য এবং ভারত সরকারের সৃষ্টিশীলতা ধরা দিয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি উইলসন এবং তাঁর বন্ধু পোপভস্কি-কে এই কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি বিশ্ব পরিবহণ সমস্যার অত্যাধুনিক সমাধানসূত্র হতে পারে। স্থানীয় ঐতিহ্য, কারিগরি নৈপুণ্যের এক অপরূপ মেলবন্ধনের পাশাপাশি এক্সপেরিয়েনশিয়াল সেন্টারটি সুস্থায়িত্বের প্রশ্নে ভারতের অভিমুখকে তুলে ধরেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি উইলসন বলেন, হাওয়াই পরিবেশ ও পরিবহণগত নানাবিধ সমস্যার মুখোমুখি। তিনি বলেন, পিএম গতি শক্তির রূপায়ণ আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখায় যে ধরিত্রীতে আমাদের বাস তারও যত্নের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, ভারত পথ দেখাচ্ছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হয়েও দ্রুতগামী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যদি সুস্থায়ী ব্যবস্থাগুলির উপর প্রকৃত যত্নবান হওয়া যায়। প্রযুক্তির সঙ্গে ধারণার গতি সমন্বয় ঘটলে আন্তর্জাতিক পুঁজিকে টেনে আনা সম্ভব বলেও তিনি জানান।
ভারত মন্ডপমে তাঁদের এই কেন্দ্রটি ঘুরে দেখান ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)-এর লজিস্টিক ডিভিশনের উপসচিব রমেশ ভার্মা।
অধ্যাপক ভেসেলিন এই কেন্দ্রটি ঘুরে তাঁর ৪০ মিনিটের অভিজ্ঞতা সম্বন্ধে বলেন, ভারত প্রকৃতই ভবিষ্যৎ বিশ্ব শক্তি বলে তাঁর মনে হয়েছে। এই কেন্দ্রে এক জেলা এক পণ্য প্রদর্শিত হওয়ার অভিজ্ঞতা সম্বন্ধে তিনি বলেন, এই উদ্যোগের ফলে উৎপাদক, ক্রেতা, সরবরাহকারী এবং মূল্য শৃঙ্খলে প্রত্যেক অংশীদার উপকৃত হবেন। কৃষি থেকে বস্ত্র এবং উৎপাদন সমস্ত শিল্পকেই এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক বিনিয়োগ এবং বৈদেশিক ক্রেতাদের নানা উপকার হবে বলেও তিনি জানান। অধ্যাপক পোপভস্কি বলেন, ভারতের তরুণ জনসংখ্যা এবং শিক্ষিত যুব সম্প্রদায় আগামী ৬০ বছর বিশ্বের ভবিষ্যৎ হয়ে উঠতে চলেছে।
গতি শক্তি এক্সপেরিয়েনশিয়াল সেন্টার নতুন দিল্লির আইটিপিও কমপ্লেক্সে পিএম গতি শক্তির দৃশ্য শ্রাব্য প্রদর্শনশালা এবং এক জেলা এক পণ্য প্রকল্পের এক অত্যাধুনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।