Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছন্দমের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ..... অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন ছন্দম মিউজিক একাডেমির  ৫৬ তম বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের ফেডারেশন হলে। একাডেমির অধ্যক্ষ বিশ্বেশ্বর সরকারের লেখা এ…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ..... অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠন ছন্দম মিউজিক একাডেমির  ৫৬ তম বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের ফেডারেশন হলে। একাডেমির অধ্যক্ষ বিশ্বেশ্বর সরকারের লেখা একটি গানের বই প্রকাশিত  হয় এই অনুষ্ঠানে। 'গীতি চন্দন' এর দ্বিতীয় খন্ডের মোড়ক উন্মোচন করেন উপস্থিত ব অতিথিগণ।


 উপস্থিত ছিলেন লোক সংস্কৃতি গবেষক ড.মধুপ দে, সাহিত্যিক ডাঃ বিমল গুড়িয়া, সংগীত গুরু জয়ন্ত সাহা, কবি সিদ্ধার্থ সাতরা, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সংস্কৃতি প্রেমী সুব্রত সরকার, ছড়াকার বিদ্যুৎ পাল সহ আরো অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে একাডেমির ছাত্র-ছাত্রীরা। এছাড়াও সংগীত পরিবেশন করেন  সুমনা সরকার,  জয়ন্ত সাহা,  আশীষ সরকার,  রথীন দাস সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন সন্দীপ সরকার। এছাড়াও প্রকাশ পায়  ছন্দম প্রকাশনার লিটিল ম্যাগাজিন 'তম্বুরা'র বসন্ত সংখ্যা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনোদ মন্ডল ও অলিভিয়া মাইতি। সবশেষে বিশ্বেশ্বর সরকার মহাশয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।