Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষবরণের আড্ডার মেনুতে পান্তা ভাত

অরুন কুমার সাউ, তমলুক: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন।বাঙালি মানে আড্ডা প্রিয়। আর নববর্ষের আড্ডা মানে অন্য মাত্রা লাভ করে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রত্নালী শান্তিতলা মিল…

 


অরুন কুমার সাউ, তমলুক: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে চলছে নানা আয়োজন।

বাঙালি মানে আড্ডা প্রিয়। আর নববর্ষের আড্ডা মানে অন্য মাত্রা লাভ করে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রত্নালী শান্তিতলা মিলন সংঘের বর্ষ বরণের আড্ডার মেনুতে স্থান করে নিল পান্তা ভাত। 

ষোলো আনা বাঙালি ভাবকে প্রাধান্য দিয়ে এই দিন পান্তা ভাতে বর্ষবরণ করলো সংস্থার সদস্যরা।এই আড্ডার একটি অন্যতম অংশ হলো পান্তা খাওয়া ।দুপুরের মেনুতে ছিলো পান্তা ভাত, বেগুন পোড়া,চিংড়ি মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আলু ভাতে,কাঁচা নারকেল, পিঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও লেবু।



    যেখানে সংস্থার সদস্যদের সবার জন্য উন্মুক্ত পান্তা ভাত। আর আড্ডার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে।

সংস্থার সম্পাদক দেবাশীষ নাগ বলেন, ‘সংস্থার সদস্যরা বছরের কয়েকটা দিন একসঙ্গে মিলিত হই। এবারের বর্ষবরণ আড্ডাতে বাঙালি ভাবকে গুরুত্ব দিয়ে পান্তা ভাতকে বেছে নেওয়া হয়েছে। 


সবাই কর্মসূত্রে থাকার ফলে সব দিন পান্তা খাওয়াও হয় না। সবাই মিলে বর্ষবরণ আড্ডায় অংশ নিয়েছি। ছোট-বড় কোনও ভেদাভেদ নেই। আমরা সব সদস্যদের জন্য পান্তা ভাতের আয়োজন করেছি। যাতে করে সবাই পহলা বৈশাখের অনুভূতি পায়।আমরা তো এমন বাঙালিয়ানাই চাই।’